TRENDING:

রোহিতের ডাবল সেঞ্চুরির হ্যাটট্রিক দেখে কেঁদেই ফেললেন স্ত্রী ঋতিকা, দেখুন ভিডিও

Last Updated:

মাঠে বসেই উপহার পেয়ে গেলেন স্ত্রী ৷ মোহালিতে আবার দেখা গেল ‘রোহিত শো’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোহালি: দ্বিতীয় বিবাহবার্ষিকী। স্ত্রীয়ের সঙ্গে সেলিব্রেশনের বদলে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা। কিন্তু উপহার তো যে কোনও ভাবেই দেওয়া যায়। মাঠে বসেই উপহার পেয়ে গেলেন স্ত্রী ঋতিকা সজদেহ ৷ মোহালিতে আবার দেখা গেল ‘রোহিত শো’।
advertisement

ওয়ান ডে-তে তৃতীয় ডাবল সেঞ্চুরি ভারতের স্টপগ্যাপ ক্যাপ্টেনের। হোক না প্রতিপক্ষ দুর্বল শ্রীলঙ্কা। প্রথম ওয়ান ডে-তে বিশ্রি হারের পর বলেছিলেন, ঘুরে দাঁড়াতে হবে। কিন্তু সেটা যে এরকমভাবে হবে, ভাবেননি অভিষেক সিরিজে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করা থিসারা পেরেরা। সুখের দিনে চোখে জল বেটার হাফ ঋতিকার। কিন্তু কোথাও যেন দিনের শেষে একজন গর্বিত স্ত্রী ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রোহিতের ডাবল সেঞ্চুরির হ্যাটট্রিক দেখে কেঁদেই ফেললেন স্ত্রী ঋতিকা, দেখুন ভিডিও