আরও পড়ুন - দায়িত্বজ্ঞানহীন পাকিস্তান পরমাণু সামলাতে ব্যর্থ হবে! বাইডানের আক্রমণ শাহাবাজ সরকারকে
পার্থের মাঠে শতাধিক বাচ্চা খেলছিল। সেখান থেকে রোহিত শর্মার চোখ টানল ১১ বছরের এক খুদে। তাঁর বোলিং অ্যাকশনে মুগ্ধ হলেন ভারতীয় অধিনায়ক। ভারতীয় বংশোদ্ভূত খুদের বলে নেটে ব্যাট করলেন। আড্ডা দিলেন। ভারতের ড্রেসিংরুমেও গেল সেই খুদে। টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য পার্থে চলে এসেছিল ভারতীয় দল।
advertisement
সেরকমই একদিন অনুশীলনের ফাঁকে ভারতীয় দলের নজর কেড়ে দেন ভারতীয় বংশোদ্ভূত খুদে দ্রুশূল চৌহান। বিগ ব্যাশ লিগের বিবিএল দল পার্থ স্কচার্সের ফ্যান ডে উপলক্ষ্যে সেদিন ওয়াকায় স্কচার্সের হোম গ্রাউন্ড এসেছিল। তার বাঁ-হাতি পেস বোলিংয়ে মুগ্ধ হন রোহিতরা। ভারতীয় দলের অ্যানালিস্ট হরিপ্রসাদ বলেন, বিকেলের একটি প্র্যাকটিস সেশনের জন্য আমরা ওয়াকায় এসেছিলাম।
সকালের একটি অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে চলে এসেছিল। ড্রেসিংরুমে ঢুকেই আমরা প্রায় ১০০ বাচ্চাকে মাঠে ক্রিকেট খেলতে এবং উপভোগ করতে পাই। সকলের চোখ টানে এক খুদে। প্রথমে রোহিতের নজরে পড়ে। ওই খুদের রান-আপ এবং জন্মগত প্রতিভায় সকলে মুগ্ধ হয়ে যান। ব্যাটারকে লাগাতার বোকা বানাচ্ছিল। রোহিত ড্রেসিংরুমের বাইরে গিয়ে ওই খুদেকে ডেকে নেয়।
ওকে আরও কয়েকটি বল করতে বলে রোহিত, যাতে আমরা ওকে আরও ভালোভাবে পরখ করে নিতে পারি। খুদের একাধিক বল খেলেন রোহিত। উৎসাহ জোগাতে থাকেন ভারতীয় অধিনায়ক। অটোগ্রাফ দেন। মজাও করেন খুদের সঙ্গে। রোহিত প্রশ্ন করেন, তুমি যদি পার্থে থাক, তাহলে কীভাবে ভারতের হয়ে খেলবে?
তাতে খুদে জবাব দেয়, আমি ভারতে যাব। রোহিত পালটা বলেন, তুমি ভারতে যাবে। কবে? খুদে বলে, কবে যাব জানি না, বাবা জানে। রোহিত শর্মা বরাবর এরকম প্রতিভা খুঁজে বের করতে ভালোবাসে। দ্রুশূল ভারতের হয়ে খেলতে পারবে কিনা সেটা হয়তো সময় বলবে, কিন্তু ভারতের ক্রিকেট অধিনায়কর সঙ্গে তার সাক্ষাৎকার পর্বটি এই ছেলের স্মৃতিতে থেকে যাবে তাতে সন্দেহ নেই। হয়তো পরবর্তীকালে এটাই তার ভারতের হয়ে খেলার মোটিভেশন হিসেবে কাজ করবে।