দায়িত্বজ্ঞানহীন পাকিস্তান পরমাণু সামলাতে ব্যর্থ হবে! বাইডানের আক্রমণ শাহাবাজ সরকারকে

Last Updated:

Pakistan PM Shahbaz Sharif calls US president Joe Biden statement on nuclear programme unnecessary. দায়িত্বজ্ঞানহীন পাকিস্তান পরমাণু সামলাতে ব্যর্থ হবে! বাইডানের আক্রমণ

পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপদজনক রাষ্ট্র আখ্যা আমেরিকার
পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপদজনক রাষ্ট্র আখ্যা আমেরিকার
#লাহোর: কয়েকদিন আগেও ভারতকে শিক্ষা দিতে পাকিস্তান প্রেম জেগে উঠেছিল আমেরিকার। পুরনো যুদ্ধবিমান এফ ১৬ মডেলের নতুন সংস্করণ করতে পাকিস্তানকে যাবতীয় সাহায্য পাঠিয়েছে তারা। কানে তোলেনি ভারতের আপত্তি। কিন্তু সময়ের সঙ্গে নিজেদের ভুল বুঝতে পেরেছে আমেরিকা। পাকিস্তান সম্পর্কে অকপট বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান যাদের কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে। লস অ্যাঞ্জেলসে গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির প্রচারণা কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন এমন মন্তব্য করেন। সে সময় তিনি চিন এবং রাশিয়ারও সমালোচনা করেছেন। চিন এবং ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার সময় পাকিস্তান সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।
advertisement
সে সময় তিনি বলেন, তার মতে পাকিস্তান হচ্ছে একটি বিপজ্জনক রাষ্ট্র। বাইডেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে বলেন, ইনি (জিনপিং) জানেন যে তিনি কি চান। কিন্তু তার অনেক অনেক সমস্যা রয়েছে। আমরা কিভাবে এসব মোকাবিলা করছি? আমরা কিভাবে রাশিয়াকে মোকাবিলা করছি? আমি মনে করি বিশ্বের অন্যতম বিপজ্জনক রাষ্ট্র হচ্ছে পাকিস্তান।
advertisement
advertisement
তাদের কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে। বাইডেন বলেন, গতিশীল পরিবর্তন আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচুর সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর চিন এবং রাশিয়ার হুমকির কথা তুলে ধরেছেন বাইডেন। বুধবার কংগ্রেসের বাধ্যতামূলক মূল নীতি বিষয়ক নথি প্রকাশ করা হয়েছে।
ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে বলা হয়েছে, চিন এবং রাশিয়া চলতি বছরের শুরুতে সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেছে। পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপদজনক রাষ্ট্র বলার কারণে বাইডেনকে পাল্টা সমালোচিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফ।
advertisement
শাহাবাজ বলেছেন, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্র। আজ পর্যন্ত পরমাণু নিয়ে পাকিস্তানের দায়িত্বজ্ঞানহীন কাজের নজির কেউ দেখাতে পারবে না। উল্টে ভারতের মিসাইল কিভাবে পাকিস্তানের মাটিতে এসে পড়েছিল সেটাও উল্লেখ করেছেন শরিফ।
অর্থাৎ ঘুরিয়ে ভারতকে দায়িত্বহীন বলেছেন তিনি। আর পাকিস্তানের বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা নিউক্লিয়ার প্রোগ্রাম যথেষ্ট দক্ষতার সঙ্গে পরিচালনা করেন মনে করিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
বাংলা খবর/ খবর/বিদেশ/
দায়িত্বজ্ঞানহীন পাকিস্তান পরমাণু সামলাতে ব্যর্থ হবে! বাইডানের আক্রমণ শাহাবাজ সরকারকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement