ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে নিজেদের ১৮ তম ওভারে বল করতে আনে রবিচন্দ্র অশ্বিনকে৷ অশ্বিন এই ওভারে নিজেদের দ্বিতীয় বলেই পিটার হেডসকম্বকে এলবিডাব্লু-র আবেদন করেন৷ কিন্তু আম্পায়র রিচার্ড ইলিংওয়ার্থ অশ্বিনের এই অ্যাপিলে সাড়া দেননি৷ ফলস্বরূপ রোহিত শর্মা রিভিউ চান৷
দেখে নিন রোহিত শর্মার রেগে গিয়ে গালাগালি দেওয়ার ভাইরাল ভিডিও
advertisement
রোহিত শর্মার আবেদনের পর থার্ড আম্পায়র স্ক্রিনে বল ট্র্যাকিং চেক করছিলেন যখন তখন ক্যামেরাম্যান রোহিত শর্মার সঙ্গে থাকা ভারতীয় ক্রিকেটারদের দিকে ক্যামেরা তাক করে রেখেছিলেন৷ এটা একেবারেই ভাল লাগেনি অধিনায়ক রোহিত শর্মার এবং তাই তিনি ক্যামেরাম্যানের দিকে চেয়ে গালাগাল করেন৷ রোহিত শর্মার মুখের অশ্লীল শব্দের ভিডিও এখন ভাইরাল ভিডিও৷
আরও পড়ুন - Didir Doot: নিজেদের দিদির দূতেদের চিনুন, কর্মসূচির এক মাস পেরোনোর পরে বার্তা তৃণমূলের
আরও দেখুন -
ভারতীয় দলের বড় জয়
নাগপুর টেস্ট ছিল এবারের বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের প্রথম টেস্ট ছিল৷ অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং নেন অজিরা৷ প্রথম ইনিংসে ১৭৭ রান করে৷ অন্যদিকে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪০০ রান করেন৷ প্রথম ইনিংসের নিরিখে ভারত ২২৩ রানের বড় লিড নিয়েছিল৷
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হাল প্রথম ইনিংসের চেয়েও খারাপ হয়৷ ৩২.৩ ওভারে মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ এর ফলে প্রথম টেস্টে এক ইনিংস ও ১৩২ রানে ঐতিহাসিক জিত হাসিল করে টিম ইন্ডিয়া৷