আরও পড়ুন - ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ভাসছে হাই প্রোফাইল ম্যানেজারের নাম, সিলভাকে রেখে দিল লাল হলুদ
নয় উইকেটে হারের থেকেও তাদের কাছে যেটা বেশি লজ্জার। ইনদওর টেস্ট হারের পর দুঃখিত হলেও হতাশ নন রোহিত শর্মা। ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন অতিরিক্ত ডিফেন্সিভ মানসিকতা এবং অস্ট্রেলিয়ার বোলারদের ঘাড়ে উঠতে দিয়েছেন তারা নিজেরাই। লায়ন, মারফি, খুনেম্যানরা ভাল বল করলেও ভারতীয় ব্যাটসম্যানরা পায়ের ব্যবহার সঠিকভাবে করেননি।
advertisement
তাদের সুবিধামতো জায়গায় বল ফেলার সুযোগ করে দিয়েছেন। এটাই কাজে লাগিয়েছে ক্যাঙ্গারু ব্রিগেড। রোহিত মনে করেন চতুর্থ এবং শেষ টেস্ট ম্যাচে নামার আগে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন কোথায় ভুল ভ্রান্তি হয়েছে, কোথায় উন্নতির প্রয়োজন আছে। তবেই আমেদাবাদে সঠিক জায়গায় থাকবে দলের মানসিকতা।
তবে মাঝেমধ্যে নিজেদের উন্নতির জন্য ধাক্কা খাওয়া প্রয়োজন। তাই একদিকে এই টেস্ট ম্যাচে হেরে শাপে বর হয়েছে। আমেদাবাদে অনেক বেশি মোটিভেশন নিয়ে নামতে পারবে টিম ইন্ডিয়া। অনেক বেশি সাহস দেখাতে পারবে। আর রাহুলের জায়গায় সুযোগ পাওয়া শুভমন গিলকেও কিন্তু আহমেদাবাদে নিজের নামের প্রতি সুবিচার করে দেখাতে হবে।