সম্প্রতি পার্থে ভারতের প্রথম অনুশীলনের সময় রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের একটি ছোট কথোপকথনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। স্টার স্পোর্টসের একটি ক্লিপে দেখা যায়, তারা কিছু সময়ের জন্য কথা বলছেন এবং পরে রোহিত নেটে ব্যাট করতে যান। ভিডিওটি মুহূর্তেই ভক্তদের মধ্যে আগ্রহের জন্ম দেয়, বিশেষ করে মুম্বইকার রোহিতের ফ্যানেদের মধ্যে।
advertisement
রোহিত শর্মা দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। মাত্র ক’দিন হাতে রয়েছে নিজেকে খাপ খাওয়ানোর জন্য, বিশেষ করে অস্ট্রেলিয়ার পার্থের মতো দ্রুতগতির পিচে খেলার আগে। বিভিন্ন সূত্রে জানা গেছে, নেটে নামার আগে গম্ভীরের সঙ্গে রোহিতের একটি দীর্ঘ আলাপ হয়, যা নিয়ে জল্পনা আরও বেড়েছে।
গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল দুইজনই প্রকাশ্যে রোহিত ও কোহলির অভিজ্ঞতার প্রশংসা করেছেন, তবে তাদের পারফরম্যান্সকেই সামনে রেখে ভবিষ্যতের দলগঠন নির্ভর করছে বলে ইঙ্গিত দিয়েছেন। গম্ভীর বলেন, বর্তমানেই মনোযোগ দেওয়া জরুরি, এবং দুই সিনিয়র খেলোয়াড়ের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ায় কাজে লাগবে।
অন্যদিকে, গিল বলেন, রোহিত ও কোহলি গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের হয়ে খেলছেন এবং ম্যাচ জেতাচ্ছেন। তাদের অভিজ্ঞতা ও উপস্থিতি প্রতিটি দলের জন্যই গুরুত্বপূর্ণ, আর এবারও তারা যেন মাঠে সেই ‘জাদু’ দেখাতে পারেন, সেটাই প্রত্যাশা। সব মিলিয়ে, সিরিজ শুরুর আগে রোহিত-গম্ভীর আলোচনার এই মুহূর্ত ভারতীয় ক্রিকেটে ভারতীয় ক্রিকেটে নয়া জল্পনার জন্ম দিয়েছে।