রোহিতের সংযোজন, এই ম্যাচ নিয়ে খুব ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। যারা কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি বা মাত্র একটি-দু’টি ম্যাচে খেলেছে, তাদের ভাল করে এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চাই। আমরা পাকিস্তানকে অন্য যে কোনও সাধারণ বিপক্ষের মতোই দেখছি। ২০১৮ সালে শেষ বার এশিয়া কাপে ভারতের নেতা ছিলেন রোহিতই।
advertisement
তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি বিশ্রাম নিয়েছিলেন। এবার রোহিত পূর্ণ সময়ের অধিনায়ক। কোহলিও রয়েছেন দলে। ন’মাস পর রবিবার আবার ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান। দিন এগোনোর সঙ্গে সঙ্গেই দু’দেশে উত্তেজনা বাড়ছে। কে জিততে পারে, কে কাকে টেক্কা দিতে পারেন তাই নিয়ে তর্কবিতর্ক শুরু হয়েছে।
সবচেয়ে বড় ব্যাপার পাকিস্তানের বিরুদ্ধে শেষ সাক্ষাৎকারে ১০ উইকেটে হেরেছিল ভারত। তাই রোহিত শর্মা মুখে যতই দেখান পাকিস্তান বলে আলাদা পরোয়া নেই, সত্যি কিন্তু সেটা নয়। তবে অধিনায়ক হিসেবে তিনি জানেন দলকে কিভাবে মোটিভেট করতে হয়।
পাকিস্তানের বিরুদ্ধে শেষ সাক্ষাৎকার রান না করেই ফিরে গিয়েছিলেন। এবার তার সামনে বড় সুযোগ ব্যাটসম্যান হিসেবেও পাকিস্তানকে জবাব দেওয়া। রোহিত আসলে একটা অধিনায়কের চাদর পড়ে আছেন। প্রতিশোধের আগুন কিন্তু তার ভেতরেও জ্বলছে।
কিন্তু তিনি জানেন অধিনায়ক হিসেবে দলের জুনিয়রদের কাছে এই ম্যাচটা হালকা করে দেখানই বুদ্ধিমানের কাজ। কিন্তু অনুশীলন দেখে বোঝা গেছে রোহিত শর্মা কতটা সিরিয়াস। টানা আধা ঘন্টা নকিং করেছেন নেটে। ক্লান্তিহীন ব্যাট করে গেছেন।