TRENDING:

Rohit Sharma: হাত তুলে গিলকে শাসানি, রেগে লাল শর্মাজি, রোহিতকে এমন রাগতে কেউ দেখেনি

Last Updated:

Rohit sharma get furious on Shubman Gill: এমন রেগে যেতে রোহিত শর্মাকে খুব একটা দেখা যায়নি। যেমনটা দেখা গেল ভারত বনাম আফগানিস্তান ম্যাচে। রোহিতের রাগের শিকার হলেন দলের তরুণ তারকা ওপেনার শুভমান গিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোহালি: এমন রেগে যেতে রোহিত শর্মাকে খুব একটা দেখা যায়নি। যেমনটা দেখা গেল ভারত বনাম আফগানিস্তান ম্যাচে। রোহিতের রাগের শিকার হলেন দলের তরুণ তারকা ওপেনার শুভমান গিল। আফগানিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে খাতা না খুলেই সাজঘরে ফেরত যান রোহিত শর্মা। তারপরই রেগে লাল হয়ে যান ভারত অধিনায়ক।
advertisement

১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে মিড অফে ড্রাইভ খেলেই রানের জন্য দৌড়ে আসেন রোহিত শর্মা। কিন্তু গিল পিছন ফিরে বলের দিকেই তাকেয়ি থাকেন। বুঝতেই পারেননি রোহিত ততক্ষণে নন স্ট্রাইকিং এন্ডে চলে এসেছেন। য়ার ফলে রান আউট হন রোহিত। এরপরই রেগে যান রোহিত। হাত তুলে শুভমনকে বলেন তাঁর রান নেওয়া উচিত ছিল। আঙুল উঁচিয়ে কথা বলেন রোহিত। যেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।

advertisement

আরও পড়ুনঃ Rinku Singh: এত টাকা কী করলেন রিঙ্কু সিং? কেন তাঁর পরিবার এখনও ভাঙা পুরনো বাড়িতেই থাকে? জানুন বিস্তারিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ মহম্মদ নবি। রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ৪০ বলে ৬০ রানে ম্যাচ উইনিং ইনিংস খেলেন শিবম দুবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: হাত তুলে গিলকে শাসানি, রেগে লাল শর্মাজি, রোহিতকে এমন রাগতে কেউ দেখেনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল