ক্রিক ইনফোর খবর অনুযায়ী, অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। ইনজুরির অবস্থা পুরোপুরি জানাতে না পারলেও, ঝুঁকি নিতে চায়নি দল। হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, হাঁটুতে চোট পেয়েছেন রোহিত শর্মা। রোহিত শর্মার চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। রোহিত কি পরের ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়েও কোনও আপডেট এখনও জানা যায়নি।
advertisement
এমনিতে আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না রোহিত শর্মা। তিন ম্যাচে রোহিত মাত্র ৭ গড়ে ২১ রান করেছেন। সামনে এসেছে রোহিতের একটি বিতর্কিত ভিডিও। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “যখন যেটা করার দরকার ছিল, তখন সেটা দায়িত্ব নিয়ে করেছি। এখন আর কিছু করার দরকার নেই।” এরইমধ্যে রোহিতের এলএসজি ম্যাচে না খেলা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
আরও পড়ুনঃ KKR News: হায়দ্রাবাদকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ল কেকেআর! যা আইপিএলের ইতিহাসে কোনও দলের নেই
প্রসঙ্গত, এমনিতে আইপিএলে এখন পুরো ম্যাচে খেলানো হচ্ছিল না রোহিত শর্মাকে। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করছে মুম্বই ইন্ডিয়ান্স। ফিল্ডিং করার সময় ডাগ আউটে রাখা হচ্ছিল রোহিতকে। শুধু নামছিলেন ব্যাটিং করতে। রোহিতের চোটের পরিস্থিতি নিয়ে আপডেটের অপেক্ষায় ফ্যানেরা।