পাকিস্তান ভারতের বিরুদ্ধে ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ শ্রীলঙ্কা ১৭৪ রানের লক্ষ্য মাত্র ৪ উইকেট হারিয়েই পেয়ে যায়৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওভারে অধিনায়ক রোহিত শর্মা বেশ চাপে এরকমই দেখা যায়৷ শেষ ২ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য ২১ রান দরকার ছিল৷
আরও পড়ুন - ‘লেডিকিলার রোমিও’ -ফিল্মেই ভাল, স্কুল পড়ুয়া মেয়েদের বাঁচাতে পথে নামলেন মায়েরাই
advertisement
ভুবনেশ্বর কুমার ১৯ তম ওভারে ১৪ রান দিয়ে দেন৷ শেষ ওভারে তরুণ বোলার অর্শদীপ সিং বল করতে আসেন৷ কিন্তু ৭ রান বাঁচানো তাঁর জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
২০ তম ওভারে যখন তরুণ অর্শদীপ সিং বল করতে আসেন তখন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁকে কথা বলতে দেখতে পাওয়া যায়৷ কিন্তু রোহিত সেই কথা শুনতে আদৌ আগ্রহী ছিলেন না৷ রোহিত শর্মা ও অর্শদীপ সিংয়ের সেই পরিস্থিতি এখন ইন্টারনেটে ভাইরাল ভিডিও৷
অর্শদীপ সিং এর আগে ২ ওভারে ২৬ রান দিয়েছিলেন৷ কিন্তু ডেথ ওভারে তিনি কামাল বোলিং করেছিলেন৷ ২৩ বছরের অর্শদীপ সিং শেষ ওভারেও দারুণ ইয়র্কার দেন৷ তাঁর বল খেলা ক্রিকেটারদের জন্য অসুবিধাজনক হচ্ছিল৷ শেষ চার ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য ৪২ রান দরকার ছিল৷ অর্শদীপ সিং ১৭ তম ওভারে ৯ রান দেন, এরপর হার্দিক পান্ডিয়া ১৮তম ওভারে ১২ রান দেন, ভুবনেশ্বর কুমার ১৯ তম ওভারে ১৪ রান দেন৷