যেমন ভারতীয় একদিন এবং টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে মেয়ে সামাইরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় দলে তাঁর সতীর্থ যশপ্রীত বুমরা৷ কারণ খুদে সামাইরার কীর্তি দেখে তার ভক্ত হয়ে গিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার৷
আসলে ভিডিও-তে দেখা যাচ্ছে, ছোট্ট সামাইরা বুম বুম বুমরাকে অনুকরণ করে দেখাচ্ছে৷ উইকেট নেওয়ার পর বুমরা কীভাবে সেলিব্রেট করেন, সেটাই অনুকরণ করে দেখিয়েছে সামাইরা৷ রোহিতের স্ত্রী ঋতিকার কথাতেই বুমরার অনুকরণ করে দেখিয়েছে সে৷ মেয়ের এই কীর্তি দেখে হেসে গড়িয়ে পড়ছেন রোহিতও৷ টুইটার বার্তায় রোহিত এবং তাঁর স্ত্রী ঋতিকাকে উদ্দেশ করে বুমরা লিখেছেন, 'দেখে মনে হচ্ছে ও আমার থেকেও এটা ভাল করছে! আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা দেখার পর ও যতটা না আমার ভক্ত, তার থেকে বেশি আমি ওর ভক্ত হয়ে গিয়েছি৷' ভিডিও-তে দেখে নিন ছোট্ট সামাইরার কীর্তি-
advertisement
