কয়েক বছর আগেই তাকে বেছে নেয় রিয়াল মাদ্রিদ কর্তারা। বিখ্যাত বর্ণাবিউ স্টেডিয়ামে গিয়ে অতীতে রিয়ালের খেলা দেখে এসেছেন রোহিত শর্মা। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন মাদ্রিদে ছিলেন তখন থেকেই তিনি রিয়েল ভক্ত। পরে রোনাল্ডো দল ছেড়ে দিলেও রিয়েল ছাড়া অন্য ক্লাবকে সমর্থন করেন না হিটম্যান।
advertisement
প্যারিসের মাটিতে লিভারপুলকে হারিয়ে নিজেদের ১৪ তম ইউরোপ সেরা ট্রফি জয় করেছে স্পেনের বিখ্যাত ক্লাব। রোহিত সোশ্যাল মিডিয়ায় তাদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, হালা মাদ্রিদ। স্প্যানিশ ভাষায় এই কথার মানে জয় মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ রোহিতকে ধন্যবাদ জানিয়েছে এবং সময় করে মাদ্রিদে এসে চ্যাম্পিয়নস লিগ ট্রাফিক দেখে যেতে আহ্বান জানিয়েছে।
আপাতত আইপিএল শেষ হওয়ার মুখে। মুম্বাই ইন্ডিয়ান্স অনেক আগেই বিদায় নিয়েছে। রোহিত শর্মা পরিবারের সামনে ছুটি কাটাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাকে বিশ্রাম দিয়েছে বোর্ড। তবে যাই হোক, রিয়াল মাদ্রিদ এবং রোহিতের সম্পর্ক যে কতটা মধুর তা আবার সামনে এল।
হিটম্যান জানিয়েছেন বেশিরভাগ পণ্ডিতরা এবার চ্যাম্পিয়ন হিসেবে লিভারপুলকে ধরলেও, তিনি জানতেন শেষ পর্যন্ত বাজিমাত করবে তার প্রিয় দল। ভিনিসিয়াস জুনিয়র, করিম বেঞ্জেমা, টনি ক্রুজদের সঙ্গে মাদ্রিদে গিয়ে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান।