TRENDING:

রোহিতের হাত ধরে এশিয়া এবং বিশ্বকাপ দুটোই চ্যাম্পিয়ন হবে ভারত! বলছেন ছেলেবেলার কোচ

Last Updated:

Rohit Sharma can win both Asia Cup and T20 World Cup feels childhood coach. রোহিতের হাত ধরে এশিয়া এবং বিশ্বকাপ দুটোই চ্যাম্পিয়ন হবে ভারত! বলছেন ছেলেবেলার কোচ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: রোহিত শর্মার হাত ধরেই নাকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে ভারত। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিতের হাতেই উঠবে চ্যাম্পিয়নের ট্রফি, এমনটাই মনে করেন দীনেশ লাড। রোহিতের ছেলেবেলার কোচ জানিয়েছেন তিনি আশাবাদী তার ছাত্র ভারতকে জোড়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করবে।
রোহিতের হাতে জোড়া ট্রফি দেখছেন কোচ
রোহিতের হাতে জোড়া ট্রফি দেখছেন কোচ
advertisement

আরও পড়ুন - শামিকে টি টোয়েন্টিতে বাইরে রাখছেন কেন? বোর্ডকে প্রশ্ন ইরফান পাঠানের

মুম্বই থেকে একান্ত সাক্ষাৎকারে দীনেশ জানিয়েছেন রোহিত জানেন তার দায়িত্ব। সারা দেশের ক্রিকেটপ্রেমী মানুষদের তার থেকে কতটা প্রত্যাশা সেটাও জানেন। তাই রোহিত এশিয়া কাপ এবং বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করতে কোনও কসুর বাদ রাখবেন না।

advertisement

অধিনায়ক হিসেবে রোহিত কতটা যোগ্য তার প্রমাণ পুরো ভারত জানে। ব্যাটসম্যান হিসেবেও নিজের সেরা ছন্দের কাছাকাছি ক্রমশ আসছেন তিনি। দীনেশ লাড নিশ্চিত রোহিত এশিয়া কাপ থেকেই নিজের চূড়ান্ত দল তৈরি করে নেবেন। ঠান্ডা মাথা থাকার পাশাপাশি, কোন সময় কোন বোলারকে ব্যবহার করতে হবে, সেটা বিলক্ষণ জানেন হিটম্যান।

ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও তার জুড়ি মেলা ভার। তবে নিজের ছাত্রের প্রতি একটি ছোট্ট পরামর্শ আছে দীনেশের। ব্যাটিং করার সময় অন্তত ১২ থেকে ১৫ ওভার উইকেটে থাকুক রোহিত। সেক্ষেত্রে অন্যরা বাড়তি দায়িত্ব নিক। কারণ শেষ দিকের ওভারে জমে গেলে রোহিতের থেকে ধ্বংসাত্মক ব্যাটসম্যান এই ভারতীয় দলে কেউ নেই।

advertisement

তবে সেটা রোহিত করবেন কিনা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। টিমের স্বার্থের কথা ভেবে তিনি অন্য রকম ভাবনা ভাবতেই পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে তার মনে হয় রোহিত যতক্ষণ উইকেটে টিকে থাকবেন, ততই বেশি রান তোলার ক্ষেত্রে সুবিধা হবে ভারতের।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কিন্তু ছাত্র তার কথা শুনবেন কিনা তিনি জানেন না। তিনি যেচে কোনও উপদেশ দিতে যাবেন না। কারণ রোহিত গোটা দেশের অধিনায়ক। দেশের স্বার্থ তার কাছে সবার আগে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রোহিতের হাত ধরে এশিয়া এবং বিশ্বকাপ দুটোই চ্যাম্পিয়ন হবে ভারত! বলছেন ছেলেবেলার কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল