আরও পড়ুন - শামিকে টি টোয়েন্টিতে বাইরে রাখছেন কেন? বোর্ডকে প্রশ্ন ইরফান পাঠানের
মুম্বই থেকে একান্ত সাক্ষাৎকারে দীনেশ জানিয়েছেন রোহিত জানেন তার দায়িত্ব। সারা দেশের ক্রিকেটপ্রেমী মানুষদের তার থেকে কতটা প্রত্যাশা সেটাও জানেন। তাই রোহিত এশিয়া কাপ এবং বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করতে কোনও কসুর বাদ রাখবেন না।
advertisement
অধিনায়ক হিসেবে রোহিত কতটা যোগ্য তার প্রমাণ পুরো ভারত জানে। ব্যাটসম্যান হিসেবেও নিজের সেরা ছন্দের কাছাকাছি ক্রমশ আসছেন তিনি। দীনেশ লাড নিশ্চিত রোহিত এশিয়া কাপ থেকেই নিজের চূড়ান্ত দল তৈরি করে নেবেন। ঠান্ডা মাথা থাকার পাশাপাশি, কোন সময় কোন বোলারকে ব্যবহার করতে হবে, সেটা বিলক্ষণ জানেন হিটম্যান।
ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও তার জুড়ি মেলা ভার। তবে নিজের ছাত্রের প্রতি একটি ছোট্ট পরামর্শ আছে দীনেশের। ব্যাটিং করার সময় অন্তত ১২ থেকে ১৫ ওভার উইকেটে থাকুক রোহিত। সেক্ষেত্রে অন্যরা বাড়তি দায়িত্ব নিক। কারণ শেষ দিকের ওভারে জমে গেলে রোহিতের থেকে ধ্বংসাত্মক ব্যাটসম্যান এই ভারতীয় দলে কেউ নেই।
তবে সেটা রোহিত করবেন কিনা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। টিমের স্বার্থের কথা ভেবে তিনি অন্য রকম ভাবনা ভাবতেই পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে তার মনে হয় রোহিত যতক্ষণ উইকেটে টিকে থাকবেন, ততই বেশি রান তোলার ক্ষেত্রে সুবিধা হবে ভারতের।
কিন্তু ছাত্র তার কথা শুনবেন কিনা তিনি জানেন না। তিনি যেচে কোনও উপদেশ দিতে যাবেন না। কারণ রোহিত গোটা দেশের অধিনায়ক। দেশের স্বার্থ তার কাছে সবার আগে।