শামিকে টি টোয়েন্টিতে বাইরে রাখছেন কেন? বোর্ডকে প্রশ্ন ইরফান পাঠানের

Last Updated:

Irfan Pathan feels India should have played pacer Mohammad Shami in Asia Cup. এশিয়া কাপে শামিকে না রাখাটা বড় ভুল হয়েছে ভারতের ! একমত আক্রম, ইরফানরা

শামিকে এশিয়া কাপে মিস করছে ভারত
শামিকে এশিয়া কাপে মিস করছে ভারত
#দুবাই: এই এশিয়া কাপ যে দু মাসের মাথায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছে ভারত তাতে সন্দেহ নেই। কারণ টিম ম্যানেজমেন্ট আগেই জানিয়ে দিয়েছে বিশ্বকাপের কথা মাথায় রেখে আর খুব বেশি পরিবর্তনের রাস্তায় চলবে না ভারত। এই এশিয়া কাপ থেকেই মোটামুটি নিজেদের প্রথম দল বেছে নেওয়া হবে।
কিন্তু প্রাক্তন পাকিস্তানি তারকা ওয়াসিম আক্রম এবং ভারতের ইরফান পাঠান মনে করেন অবশ্যই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের উচিত মহম্মদ শামিকে নিয়ে যাওয়া। জসপ্রীত বুমরাহ ফিরে আসবেন সবাই জানেন। কিন্তু মহম্মদ শামির অভিজ্ঞতা এবং ডেথ ওভারে বল করার ক্ষমতা এই এশিয়া কাপে মিস করছে ভারত।
advertisement
advertisement
ইরফান মনে করেন শামি দলে থাকলে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানরা এত সহজে রান তুলতে পারতেন না। নিজের অভিজ্ঞতা এবং পেস দিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দিতেন শামি। তবে তিনি আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা লক্ষ্য করবে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে শামিকে দলে ফিরিয়েও নেবে।
কারণ অস্ট্রেলিয়ার মাঠে তার অভিজ্ঞতা প্রচুর। ওয়াসিম আক্রম মনে করেন অস্ট্রেলিয়ার উইকেটে শুধুমাত্র সুইং দিয়ে হবে না। বাড়তি পেস চাই, যেটা রয়েছে শামির কাছে। তাই এশিয়া কাপের ভুল থেকে শিক্ষা নেবে ভারত নিশ্চিত ইরফান এবং ওয়াসিম।
advertisement
তবে ইরফান আশাবাদী এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হোক অথবা না হোক, বিশ্বকাপের আগে নিজেদের সম্পূর্ণভাবে দেখে নেওয়া এবং ভুল ত্রুটি ঠিক করে নেওয়ার মঞ্চ পেয়ে গেল টিম ইন্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শামিকে টি টোয়েন্টিতে বাইরে রাখছেন কেন? বোর্ডকে প্রশ্ন ইরফান পাঠানের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement