মাঠে একাধিকবার দেখা গেল দুজন আলোচনা সারছেন৷ কখনও আবার দেখা গেল বিপক্ষকে বধ করে সেলিব্রেশনে মেতেছেন বিরাট (Virat Kohli) ও রোহিত (Rohit Sharma)৷ এদিকে বিরাট (Virat Kohli) ও রোহিতের (Rohit Sharma) এই ছবি সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায়৷ নেটিজেনরা নিজের প্রিয় দলের সেরা দুই ক্রিকেটারকে এভাবে একাত্ম হতে দেখে একেবারে চমৎকৃত৷
advertisement
এদিকে শুধু এটুকুই নয় আরও বড় ঘটনার সাক্ষী রইল মাঠ৷ ২২ ওভারের পঞ্চম বলে শাহমারহা ব্যাটের খোঁচা দেন বলে, বল পৌঁছে যায় উইকেটরক্ষক ঋষভ পন্থের হাতে৷ তখন রোহিত শর্মাকে রিভিউ নিতে জোর দেন বিরাট কোহলি৷ বিরাট কোহলির (Virat Kohli ) কথা শুনে রোহিত শর্মা (Rohit Sharma) রিভিউ নেন৷ তাতেই কেল্লাফতে আউট হয়ে যান ক্যারিবিয়ান ব্যাটসম্যান৷
দেখে নিন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) মিলিত কাজের ভিডিও- এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
ঋষভ পন্থ নিজে বুঝতে পারছিলেন না, যে আউট রিভিউয়ের জন্য আবেদন করবেন কিনা৷ রোহিতের কাছে তখন বিরাট নিজে দৌড়ে এসে রিভিউ নিতে বলেন৷ আর বিরাট কোহলির কথামতো রিভিউ নিয়ে সাফল্যও পান রোহিত শর্মা৷