কেএল রাহুল ভারতের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’-র বিপক্ষে দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচে অংশ নেবেন ২৩ সেপ্টেম্বর থেকে, যা অনুষ্ঠিত হবে লখনউর একানা স্টেডিয়ামে। এটি হবে তার ইংল্যান্ড সফরের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন রাহুল, করেছিলেন ৫৩২ রান, দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি সহ।
অন্যদিকে, রোহিত শর্মা যিনি ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, বর্তমানে কেবল ওডিআই ফরম্যাটে খেলেন। তিনি আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সিরিজের ম্যাচগুলি যথাক্রমে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে পার্থ, অ্যাডিলেইড ও সিডনিতে।
advertisement
বিসিসিআই-এর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রোহিত ও রাহুল অনুশীলনে দারুণ ছন্দে রয়েছেন। তাঁরা নেটে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট চালাচ্ছেন এবং বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পরিবেশ তৈরি করে অনুশীলন করছেন। বোঝা যাচ্ছে, তাঁরা আসন্ন দায়িত্বের জন্য পূর্ণ উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুনঃ Rohit Sharma: হঠাৎ করে ‘ভারতীয় দলে’ প্রবেশ রোহিত শর্মার! তারপর যা ঘটল…
সব মিলিয়ে, রোহিত ও রাহুলের প্রস্তুতি ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা বহন করে। একদিকে যখন তরুণরা এশিয়া কাপে খেলছে, তখন অভিজ্ঞরা নিজেদের ভবিষ্যৎ সিরিজের জন্য প্রস্তুত করছেন – যা দলের ভারসাম্য ও গভীরতা বৃদ্ধিতে সাহায্য করবে।