TRENDING:

বিশ্বকাপে প্রথম গোল লেওয়ানদস্কির, দুর্দান্ত লড়াই করেও পোল্যান্ডের কাছে হার সৌদি আরবের

Last Updated:

Robert Lewandowski and Zielinski scores as Poland beat Saudi Arabia to register win in Qatar World Cup. বিশ্বকাপে প্রথম গোল লেওয়ানদস্কির, দুর্দান্ত লড়াই করেও পোল্যান্ডের কাছে হার সৌদি আরবের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পোল্যান্ড - ২
পোল্যান্ডের চোখে চোখ রেখে লড়াই করেও হেরে গেল সৌদি
পোল্যান্ডের চোখে চোখ রেখে লড়াই করেও হেরে গেল সৌদি
advertisement

সৌদি আরব - ০

#দোহা: আর্জেন্টিনার বিরুদ্ধে চার দিন আগে জয় পুরো দেশটাকে একটা নেশার মধ্যে নিয়ে এসেছে। এই নেশা জয়ের নেশা, অসম্ভবকে সম্ভব করে দেখানোর নেশা। সৌদি আরব মেসির দলকে হারিয়ে যে আরব্য রজনী লিখেছিল, শনিবার পোল্যান্ডের বিরুদ্ধে সেই পথেই তারা হাঁটার চেষ্টা করবে বোঝা যাচ্ছিল প্রথম থেকে। ম্যাচের প্রথম কুড়ি মিনিটে তিনটে হলুদ কার্ড দেখল পোল্যান্ড।

advertisement

বোঝাই যাচ্ছে সৌদির চাপ কতটা ছিল। এশিয়ার দলের গতির সঙ্গে পারছিল না ইউরোপের পোল্যান্ড। ফাউল করে থামাতে হচ্ছিল সৌদির ফুটবলারদের। ১৫ মিনিটের মাথায় মহম্মদ কানোর শট দুর্দান্ত সেভ করেন সেজনি। ২৫ মিনিটে অবশ্য বিলিকের হেড থেকেও এগিয়ে যেতে পারত পোল্যান্ড। কিন্তু এই একটা সুযোগ ছাড়া প্রথম আর্ধে পুরোটাই সৌদি আরব।

advertisement

ডিফেন্স, মিডফিল্ড এবং আক্রমণ - তিনটে বিভাগেই এগিয়েছিল তারা। বল না পেয়ে নীচে আসতে হচ্ছিল লেওয়ানডস্কিকে। ৪০ মিনিটে এগিয়ে গেল পোল্যান্ড। লেভার পাস থেকে টপ নেট ফিনিশ করেন জিয়েলিনস্কি। দু মিনিট পর এই পেনাল্টি পায় সৌদি। কিন্তু আল দাওসারির কিক বাঁচিয়ে দেন সেজনি।

আর্জেন্টিনার বিরুদ্ধে জয়সূচক গোল করলেও আজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ সৌদি তারকা। দ্বিতীয়ার্ধে নাজেইকে তুলে নিয়ে প্লে মেকার আল আবেদকে নামালেন রিনার্ড। ৬২ মিনিটে মিলিকের হেড থেকে ব্যবধান বাড়াতে পারত পোল্যান্ড। কিন্তু সৌদি চেষ্টার ত্রুটি রাখেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ
আরও দেখুন

তাদের সব কিছু হচ্ছিল, বক্সে ফিনিশ বাদ দিয়ে। আল মালকির শট অল্পের জন্য বাইরে চলে গেল। বলা যায় ম্যাচের বেশিরভাগ সময় দাপট দেখিয়েও হেরে গেল সৌদি। ৮২ মিনিটে সৌদি ডিফেন্সের ভুলে ব্যবধান বাড়িয়ে নিলেন লেওয়ানডস্কি। এখানেই ম্যাচটা শেষ হয়ে গেল। দ্বিতীয় ম্যাচে আরব্য রজনী লেখা হল না।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে প্রথম গোল লেওয়ানদস্কির, দুর্দান্ত লড়াই করেও পোল্যান্ডের কাছে হার সৌদি আরবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল