সৌদি আরব - ০
#দোহা: আর্জেন্টিনার বিরুদ্ধে চার দিন আগে জয় পুরো দেশটাকে একটা নেশার মধ্যে নিয়ে এসেছে। এই নেশা জয়ের নেশা, অসম্ভবকে সম্ভব করে দেখানোর নেশা। সৌদি আরব মেসির দলকে হারিয়ে যে আরব্য রজনী লিখেছিল, শনিবার পোল্যান্ডের বিরুদ্ধে সেই পথেই তারা হাঁটার চেষ্টা করবে বোঝা যাচ্ছিল প্রথম থেকে। ম্যাচের প্রথম কুড়ি মিনিটে তিনটে হলুদ কার্ড দেখল পোল্যান্ড।
advertisement
বোঝাই যাচ্ছে সৌদির চাপ কতটা ছিল। এশিয়ার দলের গতির সঙ্গে পারছিল না ইউরোপের পোল্যান্ড। ফাউল করে থামাতে হচ্ছিল সৌদির ফুটবলারদের। ১৫ মিনিটের মাথায় মহম্মদ কানোর শট দুর্দান্ত সেভ করেন সেজনি। ২৫ মিনিটে অবশ্য বিলিকের হেড থেকেও এগিয়ে যেতে পারত পোল্যান্ড। কিন্তু এই একটা সুযোগ ছাড়া প্রথম আর্ধে পুরোটাই সৌদি আরব।
ডিফেন্স, মিডফিল্ড এবং আক্রমণ - তিনটে বিভাগেই এগিয়েছিল তারা। বল না পেয়ে নীচে আসতে হচ্ছিল লেওয়ানডস্কিকে। ৪০ মিনিটে এগিয়ে গেল পোল্যান্ড। লেভার পাস থেকে টপ নেট ফিনিশ করেন জিয়েলিনস্কি। দু মিনিট পর এই পেনাল্টি পায় সৌদি। কিন্তু আল দাওসারির কিক বাঁচিয়ে দেন সেজনি।
আর্জেন্টিনার বিরুদ্ধে জয়সূচক গোল করলেও আজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ সৌদি তারকা। দ্বিতীয়ার্ধে নাজেইকে তুলে নিয়ে প্লে মেকার আল আবেদকে নামালেন রিনার্ড। ৬২ মিনিটে মিলিকের হেড থেকে ব্যবধান বাড়াতে পারত পোল্যান্ড। কিন্তু সৌদি চেষ্টার ত্রুটি রাখেনি।
তাদের সব কিছু হচ্ছিল, বক্সে ফিনিশ বাদ দিয়ে। আল মালকির শট অল্পের জন্য বাইরে চলে গেল। বলা যায় ম্যাচের বেশিরভাগ সময় দাপট দেখিয়েও হেরে গেল সৌদি। ৮২ মিনিটে সৌদি ডিফেন্সের ভুলে ব্যবধান বাড়িয়ে নিলেন লেওয়ানডস্কি। এখানেই ম্যাচটা শেষ হয়ে গেল। দ্বিতীয় ম্যাচে আরব্য রজনী লেখা হল না।