এই বিশেষ মুহূর্তে রোহিতের স্ত্রী রীতিকা সাজদেহ সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে রোহিতের সেঞ্চুরির পর উদ্যাপনের একটি ছবি দিয়ে পাঁচটি ইমোজি—হার্ট, তালি, আগুন, তারা ও ভারতীয় তিরঙ্গা—ব্যবহার করে নিজের আনন্দ ও গর্ব প্রকাশ করেন। কোনো শব্দ না লিখেই তিনি বোঝাতে সক্ষম হন, এই ইনিংস তাঁর কাছে কতটা অর্থবহ ছিল।
advertisement
রীতিকার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা পোস্টে ভালোবাসা ও প্রশংসার বার্তা পাঠিয়ে রোহিত-রীতিকার জুটির প্রতি নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন। অনেকে লেখেন, দম্পতির এই বন্ধন ও পারস্পরিক সমর্থনই রোহিতের সাফল্যের অন্যতম অনুপ্রেরণা। সামাজিক মাধ্যম জুড়ে তাদের সম্পর্ক ও রোহিতের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস দেখা যায়।
আরও পড়ুনঃ IND vs AUS: কবে থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ? কোথায় দেখা যাবে বিনা মূল্যে? রইল আপডেট
এই ঘটনা আবারও প্রমাণ করল, রোহিত শর্মা কেবল মাঠের পারফরম্যান্সেই নয়, পরিবার ও ভালোবাসার ক্ষেত্রেও অনন্য উদাহরণ। তাঁর সেঞ্চুরি ও রীতিকার আবেগঘন প্রতিক্রিয়া ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। ভারতীয় ক্রিকেটে রোহিত-রীতিকা জুটির এই অনুপ্রেরণামূলক গল্প অনেক তরুণের কাছেই ভালোবাসার প্রতীক হয়ে উঠছে।
