রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে এই মরসুমে তিন বার স্লো ওভার রেটের ঘটনা ঘটেছে দিল্লির তরফে, তাই ঋষভ পন্থকে এক ম্যাচ সাসপেন্ড এবং ৩০ লক্ষ টাকা জরিমানা করা হল।
advertisement
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তির কোপ থেকে বাঁচেননি বাকি খেলোয়াড়রাও। ঋষভ ছাড়া রাজস্থানের বিরুদ্ধে যারা দিল্লির প্রথম একাদশে ছিলেন তাদের জরিমানা বাবদ ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফির ৫০ শতাংশ যেটার পরিমাণ কম হবে সেটা দিতে হবে।
ম্যাচ রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়েছে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। শাস্তির বিষয়টি এখন বিসিসিআইয়ের অম্বাডসম্যানের কাছে গিয়েছিল। তিনি দুই পক্ষের মন্তব্য শুনে ম্যাচ রেফারির সিদ্ধান্তই মেনে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও খবর: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?
বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ আইপিএলের প্লে-অফে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিল্লি সমসংখ্যক ম্যাচ খেলে বেঙ্গালুরুর থেকে ২ পয়েন্টে এগিয়ে। কিন্তু আরসিবির নেট রেট কিছুটা ভাল, তাই দিল্লি আরসিবির বিরুদ্ধে ম্যাচ হারলে প্লেঅফে পৌঁছনো কঠিন হয়ে যাবে।
