TRENDING:

ভাবনার বাইরে ক্রিকেট, খোলা হাওয়ায় নিঃশ্বাসই এখন বাঁচার অক্সিজেন দিচ্ছে ঋষভকে

Last Updated:

Rishabh Pant is feeling blessed to breathe fresh air on road to recovery. ভাবনার বাইরে ক্রিকেট, খোলা হাওয়ায় নিঃশ্বাসই এখন অক্সিজেন দিচ্ছে ঋষভকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ইয়ান চ্যাপেল বলেছিলেন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে ঋষভ পন্থকে মিস করবে ভারত। খুশি হবে অস্ট্রেলিয়া। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত সব সময় দুর্ধর্ষ পারফর্ম করে এসেছেন পন্থ। টেস্ট ক্রিকেটে ক্যাঙ্গারুদের বিরুদ্ধে তার রেকর্ড দুর্দান্ত।
চোট কাটিয়ে ওঠার লড়াই শুরু করলেন ঋষভ
চোট কাটিয়ে ওঠার লড়াই শুরু করলেন ঋষভ
advertisement

গাবায় ইতিহাস বদলে দেওয়া তার ইনিংস ভোলা সম্ভব নয়। পন্থ খেললে অস্ট্রেলিয়ার রক্তচাপ বেড়ে যেত সন্দেহ নেই। কিন্তু তিনি যখন নেই তখন কি করা যাবে? তার জায়গায় সম্ভবত খেলবেন রাহুল। তিনিই উইকেট কিপার হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন ঋষভ পন্থ।

সেখানে দেখা যাচ্ছে পন্থ শুয়ে আছেন। লিখেছেন দীর্ঘদিন বাদে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে দারুণ লাগছে। এটাও একটা অন্যরকম অনুভূতি। মাঠে কবে ফিরতে পারবেন এই প্রশ্ন করা এখন অবান্তর। কম করে ছ মাস, বছরও ঘুরে যেতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময় খেয়াল রেখে চলেছে তার সুস্থ হয়ে ওঠার দিকে।

advertisement

সব রকম ডাক্তারি পরিকাঠামো দেওয়া হচ্ছে। মুম্বইয়ে অস্ত্রোপচার হওয়ার পর ধীরে ধীরে পায়ের জোর বাড়ানোর অনুশীলন শুরু করবেন কয়েকদিন পর থেকে। তাড়াহুড়ো নেই। সম্পূর্ণ সুস্থ হয়েই ক্রিকেট মাঠে ফিরতে চান পন্থ। কিন্তু দেশের মাটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট হবে, আর ঋষভ পন্থ টিভিতে সেটা দেখবেন, মেনে নিতে কষ্ট হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কিছু করার নেই। এমনটাই হয়তো ভবিতব্য ছিল। তার জায়গায় আইপিএল দিল্লি ক্যাপিটালস দলে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারই অধিনায়কত্ব করবেন এমনটা নিশ্চিত হওয়া গিয়েছে। তবে দেশের মাটিতে নভেম্বরে হতে চলা একদিনের বিশ্বকাপের আগে নিজেকে সুস্থ করে তুলতে চেষ্টা করবেন ঋষভ এমনটা মনে করাই যায়। তবে পুরোটাই নির্ভর করছে তার শারীরিক উন্নতি এবং ডাক্তারদের সিগন্যালের ওপর।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ভাবনার বাইরে ক্রিকেট, খোলা হাওয়ায় নিঃশ্বাসই এখন বাঁচার অক্সিজেন দিচ্ছে ঋষভকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল