গাবায় ইতিহাস বদলে দেওয়া তার ইনিংস ভোলা সম্ভব নয়। পন্থ খেললে অস্ট্রেলিয়ার রক্তচাপ বেড়ে যেত সন্দেহ নেই। কিন্তু তিনি যখন নেই তখন কি করা যাবে? তার জায়গায় সম্ভবত খেলবেন রাহুল। তিনিই উইকেট কিপার হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন ঋষভ পন্থ।
সেখানে দেখা যাচ্ছে পন্থ শুয়ে আছেন। লিখেছেন দীর্ঘদিন বাদে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে দারুণ লাগছে। এটাও একটা অন্যরকম অনুভূতি। মাঠে কবে ফিরতে পারবেন এই প্রশ্ন করা এখন অবান্তর। কম করে ছ মাস, বছরও ঘুরে যেতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময় খেয়াল রেখে চলেছে তার সুস্থ হয়ে ওঠার দিকে।
advertisement
সব রকম ডাক্তারি পরিকাঠামো দেওয়া হচ্ছে। মুম্বইয়ে অস্ত্রোপচার হওয়ার পর ধীরে ধীরে পায়ের জোর বাড়ানোর অনুশীলন শুরু করবেন কয়েকদিন পর থেকে। তাড়াহুড়ো নেই। সম্পূর্ণ সুস্থ হয়েই ক্রিকেট মাঠে ফিরতে চান পন্থ। কিন্তু দেশের মাটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট হবে, আর ঋষভ পন্থ টিভিতে সেটা দেখবেন, মেনে নিতে কষ্ট হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
কিছু করার নেই। এমনটাই হয়তো ভবিতব্য ছিল। তার জায়গায় আইপিএল দিল্লি ক্যাপিটালস দলে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারই অধিনায়কত্ব করবেন এমনটা নিশ্চিত হওয়া গিয়েছে। তবে দেশের মাটিতে নভেম্বরে হতে চলা একদিনের বিশ্বকাপের আগে নিজেকে সুস্থ করে তুলতে চেষ্টা করবেন ঋষভ এমনটা মনে করাই যায়। তবে পুরোটাই নির্ভর করছে তার শারীরিক উন্নতি এবং ডাক্তারদের সিগন্যালের ওপর।