ক্রিস ওক্সের ফুল লেংথের বল রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন ঋষভ। ব্যাটে হালকা ছুঁয়ে বল গিয়ে লাগে তাঁর ডান পায়ের পাতায়। এলবিডব্লিউয়ের জন্য আবেদন করে ইংল্যান্ড। ভারতীয় সমর্থকরা তখন উইকেট হারানোর অশনি সঙ্কেত দেখছেন। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিলে দেখা যায়, বল তাঁর ব্যাটে লেগে তার পরে জুতোয় আঘাত করেছে।
পন্থ আউট না হলেও সেই ডেলিভারির আঘাতে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে হল। যন্ত্রণায় প্রথম দিকে খোঁড়াচ্ছিলেন ভারতীয় তারকা উইকেটরক্ষক। কিছু ক্ষণ পরে দলের ডাক্তার দৌড়ে আসেন। হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না ঋষভের।
advertisement
আরও পড়ুন- এত টাকা আয় কর দিলেন সৌরভ! শুনলে মাথা ঘুরবে, দাদার এখন বছরে কত আয় জানেন?
জানা গেল, ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ। ম্যাচের পর স্ক্যান করা হয় ঋষভের চোট। সূত্রের খবর, রিপোর্টে পায়ের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। আপাতত ৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
চোটের পরই গলফ কার্টে করে দ্রুত পন্থকে মাঠের বাইরে নিয়ে আসা হয়েছিল। প্রথমে তাঁকে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। সেই সময় শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এসে দাঁড়ান ঋষভের পাশে। এর পর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় তাঁকে। পন্থের ডান পায়ের পাতার হাড় ভেঙেছে। অর্থাৎ চলতি সিরিজে আর তাঁর খেলা হবে না।