TRENDING:

বড়সড় অঘটন ঘটে গেল ঋষভ পন্থের সঙ্গে! ৪২ দিনের 'বিপদ', ডান পায়ের মারাত্মক অবস্থা

Last Updated:

Rishabh Pant Injury Update- ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ। ম্যাচের পর স্ক্যান করা হয় ঋষভের চোট। সূত্রের খবর, রিপোর্টে পায়ের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। আপাতত ৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট খেলতে নেমেছে ভারত ৷ এই টেস্টে হার মানেই সিরিজও খোয়াবে টিম ইন্ডিয়া ৷ ওল্ড ট্র্যাফোর্ডে ফের চোট পেলেন ঋষভ পন্থ। ম্যাচের প্রথম দিন রিভার্স সুইপ মারতে যান তারকা ব্যাটার। তারপরেই দেখা যায়, পা ফুলে গিয়েছে তাঁর। পায়ে হেঁটে মাঠ ছাড়ার ক্ষমতাটুকুও ছিল না পন্থের। গাড়িতে করে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে।
News18
News18
advertisement

ক্রিস ওক্‌সের ফুল লেংথের বল রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন ঋষভ। ব্যাটে হালকা ছুঁয়ে বল গিয়ে লাগে তাঁর ডান পায়ের পাতায়। এলবিডব্লিউয়ের জন্য আবেদন করে ইংল‌্যান্ড। ভারতীয় সমর্থকরা তখন উইকেট হারানোর অশনি সঙ্কেত দেখছেন। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিলে দেখা যায়, বল তাঁর ব‌্যাটে লেগে তার পরে জুতোয় আঘাত করেছে।

পন্থ আউট না হলেও সেই ডেলিভারির আঘাতে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে হল। যন্ত্রণায় প্রথম দিকে খোঁড়াচ্ছিলেন ভারতীয় তারকা উইকেটরক্ষক। কিছু ক্ষণ পরে দলের ডাক্তার দৌড়ে আসেন। হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না ঋষভের।

advertisement

আরও পড়ুন- এত টাকা আয় কর দিলেন সৌরভ! শুনলে মাথা ঘুরবে, দাদার এখন বছরে কত আয় জানেন?

জানা গেল, ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ। ম্যাচের পর স্ক্যান করা হয় ঋষভের চোট। সূত্রের খবর, রিপোর্টে পায়ের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। আপাতত ৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

চোটের পরই গলফ কার্টে করে দ্রুত পন্থকে মাঠের বাইরে নিয়ে আসা হয়েছিল। প্রথমে তাঁকে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। সেই সময় শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এসে দাঁড়ান ঋষভের পাশে। এর পর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় তাঁকে। পন্থের ডান পায়ের পাতার হাড় ভেঙেছে। অর্থাৎ চলতি সিরিজে আর তাঁর খেলা হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বড়সড় অঘটন ঘটে গেল ঋষভ পন্থের সঙ্গে! ৪২ দিনের 'বিপদ', ডান পায়ের মারাত্মক অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল