ঋষভ পন্থ এজবাস্টন টেস্টে বিরাট কোহলির একটি বড় রেকর্ডের ভাঙার লক্ষ্যে নামবেন। লিডস টেস্টের দুই ইনিংসেই শতরান করার পর তাঁর কাছ থেকে দ্বিতীয় ম্যাচেও এমন পারফর্মেন্সের আশা করা হচ্ছে। যদিও তাঁর দুরন্ত ইনিংস ভারতের জয় নিশ্চিত করতে পারেনি। ৩৭১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জয় ছিনিয়ে নেয়।
কোহলির ঝুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি শতরান রয়েছে। পন্থও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট শতরান করেছেন। যদি পন্ত এজবাস্টনে আরেকটি শতরান করেন, তাহলে তিনি কোহলিকে ছাড়িয়ে যাবেন। পাঁচ ম্যাচের সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচনের আগেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ফলে এই ফরম্যাটে তাঁকে আর খেলতে দেখা যাবে না।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: সবথেকে বড় অভাগা! বিদেশে তিনি সেঞ্চুরি করলেই হারে ভারত! এজবাস্টনে কী হবে?
এদিকে ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলও একটি বিশেষ রেকর্ডের কাছাকাছি রয়েছেন। যদি তিনি আরেকটি শতরান করেন, তাহলে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরানকারী খেলোয়াড়দের তালিকায় স্থান পাবেন। গিলের নামে তখন দুইটি টেস্ট শতরান থাকবে। তিনি বিরাট কোহলি ও মহম্মদ আজহারউদ্দিনের পর ইংল্যান্ডে দুইটি শতরান করা ভারতীয় অধিনায়ক হবেন।