TRENDING:

IND vs ENG: এজবাস্টনে ভেঙে যাবে বিরাট কোহলির রেকর্ড? বড় সুযোগ ঋষভ পন্থের সামনে

Last Updated:

IND vs ENG 2nd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসে শতরান করে রেকর্ড গড়েছিলেন ঋষভ পন্থ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দারুণ পারফর্মেন্সের পর এখন তাঁর সামনে রয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির একটি বড় রেকর্ড ভাঙার সুযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসে শতরান করে রেকর্ড গড়েছিলেন ঋষভ পন্থ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দারুণ পারফর্মেন্সের পর এখন তাঁর সামনে রয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির একটি বড় রেকর্ড ভাঙার সুযোগ। ইংল্যান্ডের বিরুদ্ধে যদি পন্থ দ্বিতীয় ম্যাচে আবার একটি শতরান করেন, তাহলে কোহলির রেকর্ড ভেঙে যাবে।
News18
News18
advertisement

ঋষভ পন্থ এজবাস্টন টেস্টে বিরাট কোহলির একটি বড় রেকর্ডের ভাঙার লক্ষ্যে নামবেন। লিডস টেস্টের দুই ইনিংসেই শতরান করার পর তাঁর কাছ থেকে দ্বিতীয় ম্যাচেও এমন পারফর্মেন্সের আশা করা হচ্ছে। যদিও তাঁর দুরন্ত ইনিংস ভারতের জয় নিশ্চিত করতে পারেনি। ৩৭১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জয় ছিনিয়ে নেয়।

কোহলির ঝুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি শতরান রয়েছে। পন্থও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট শতরান করেছেন। যদি পন্ত এজবাস্টনে আরেকটি শতরান করেন, তাহলে তিনি কোহলিকে ছাড়িয়ে যাবেন। পাঁচ ম্যাচের সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচনের আগেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ফলে এই ফরম্যাটে তাঁকে আর খেলতে দেখা যাবে না।

advertisement

আরও পড়ুনঃ IND vs ENG: সবথেকে বড় অভাগা! বিদেশে তিনি সেঞ্চুরি করলেই হারে ভারত! এজবাস্টনে কী হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এদিকে ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলও একটি বিশেষ রেকর্ডের কাছাকাছি রয়েছেন। যদি তিনি আরেকটি শতরান করেন, তাহলে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরানকারী খেলোয়াড়দের তালিকায় স্থান পাবেন। গিলের নামে তখন দুইটি টেস্ট শতরান থাকবে। তিনি বিরাট কোহলি ও মহম্মদ আজহারউদ্দিনের পর ইংল্যান্ডে দুইটি শতরান করা ভারতীয় অধিনায়ক হবেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: এজবাস্টনে ভেঙে যাবে বিরাট কোহলির রেকর্ড? বড় সুযোগ ঋষভ পন্থের সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল