TRENDING:

Rinku Chris Gayle: রিঙ্কুর টাকা বাড়বে চার গুণ! ক্রিস গেইলের ভবিষ্যৎবাণী নাইট তারকাকে নিয়ে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে ছিটকে গিয়েছে। এমনটা হওয়ারই ছিল। যে দল দুই থেকে তিনজন ক্রিকেটারের ওপর নির্ভর করতে পারে, বেশিরভাগ ক্রিকেটারের পারফরম্যান্স নিম্নমানের, সেই দলের কাছ থেকে এর থেকে ভাল আশা করা যায় না। রিঙ্কু সিং একমাত্র আশার আলো কলকাতা নাইট রাইডার্স দলের। ৪৭৪ রান করেছেন এবার। স্ট্রাইক রেট ১৪৯। গড় প্রায় ৬০। নিজেকে একজন সত্যিকারের ফিনিশার হিসেবে তৈরি করেছেন আলিগড়ের এই ক্রিকেটার।
রিঙ্কু ম্যাজিকে মুগ্ধ গেইল
রিঙ্কু ম্যাজিকে মুগ্ধ গেইল
advertisement

রিঙ্কুর এবারের পারফরম্যান্স দেখে মুগ্ধ স্বয়ং ইউনিভার্স বস ক্রিস গেইল। গেইল জানিয়েছেন রিঙ্কু যেভাবে প্রতিটা সুযোগে নিজের লড়াই করার ক্ষমতা দেখিয়েছেন তাতে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এই ছেলের পরের বার টাকা অনেক বেশি বাড়বে। এমনকি কেকেআর ছাড়াও অন্য দল থাকে নেওয়ার জন্য চেষ্টা করবে। ৫০ লাখের রিঙ্কু অন্তত তিন ডবল টাকা পাবে পরেরবার মনে করছেন গেইল।

advertisement

রবি শাস্ত্রী আবার পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে দেখতে পাচ্ছেন রিঙ্কু সিং কে। যদিও রিঙ্কু নিজে ভারতীয় দল নিয়ে ভাবতে চান না। যদিও তার আসল লক্ষ্য দেশের জার্সি গায়ে দেওয়া, কিন্তু সেটা যখন হবে তখন হবে। এই ব্যাপারটা রিঙ্কু নির্বাচক মন্ডলীর ওপর ছেড়ে দিতে চান। তার একটাই লক্ষ্য থাকে। যখনই মাঠে নামবেন নিজের সেরাটা দেবেন।

advertisement

পরেরবার কত মাইনে বাড়বে সেটা নিয়ে ভাবতে চান না রিঙ্কু। অনেক কষ্ট করে বড় হয়েছেন। গরিবের সংসার থেকে উঠে আইপিএলের গ্ল্যামারাস জগতে ঢুকেছেন। কিন্তু শিখেছেন ফোকাস হারিয়ে ফেললে নিজেও হারিয়ে যাবেন। তাই টাকা এবং আতিশয্য নিয়ে ভাবা তার কাজ নয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তার একমাত্র লক্ষ্য ভাল ক্রিকেট খেলা। এটা করতে পারলেই নিজেকে খুশি মনে করবেন রিঙ্কু। এবারের আইপিএলে তিনি যেরকম পারফর্ম করেছেন এবং তার স্ট্রাইক রেট বিচার করলে ধোনি এবং পোলার্ডকেও পেছনে ফেলে দিয়েছেন রিঙ্কু।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Chris Gayle: রিঙ্কুর টাকা বাড়বে চার গুণ! ক্রিস গেইলের ভবিষ্যৎবাণী নাইট তারকাকে নিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল