একেই বলে উইনিং লাক।রিঙ্কু সিং, যিনি পুরো টুর্নামেন্টে কোনও ম্যাচ খেলেননি। হার্দিক পান্ডিয়া চোটের কারণে না খেলায় ফাইনালে সুযোগ পান রিঙ্কু। শেষ মুহূর্তে ক্রিজে নেমে প্রথম বলেই চারের মার মেরে ম্যাচ শেষ করেন। রিঙ্কুর এই অসাধারণ ফিনিশিং মুহূর্তের পরই সেলিব্রেশনে মাতে পুরো ভারতীয় ক্রিকেট দল গোটা দেশ।
ম্যাচ শেষে রিঙ্কু সিং বলেন, “আর কিছু গুরুত্বপূর্ণ না। এই এক বলটাই ম্যাটার করে। এক রান দরকার ছিল। আমি চার মেরে দিলাম। সবাই জানে আমি একজন ফিনিশার। দল জিতেছে, আমি খুব খুশি।” এর আগেও কেকেআর ও ভারতীয় দলের হয়ে ম্যাচ ফিনিশ করেছেন রিঙ্কু। তবে এশিয়া কাপের ফাইনাল ও পাকিস্তানের বিরুদ্ধে নিঃসন্দেহে বড় প্রাপ্তি।
advertisement
প্রসঙ্গত, মেগা ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। একটি সময় ১১৩ রানে ১ উইকেট ছিল পাকিস্তানের স্কোর। সেখান ধস নামে পাক ব্যাটিং লাইনে। সৌজন্য ভারতের স্পিনারদের দুরন্ত বোলিং। কুলদীপ যাদবের ৪ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুনঃ ‘এবার খেলার মাঠে অপারেশন সিঁদুর…’! পাকিস্তানকে চরম কটাক্ষ! ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
রান তাড়া করতে নেমে শুরুতে ৩টি উইকেট পড়ে গিয়েছিল ভারতের। চাপের মুহূর্তে সঞ্জু স্যামসন ও তিলক বর্মার ৫৭ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে ভারত। সঞ্জু ২৪ রান করে আউট হলেও তিলক বর্মা দলকে টানেন। শিবম দুবের সঙ্গে ৬০ রানের পার্টনারশিপ করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। দুবে ৩৩ রান করে আউট হন। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। তিলক বর্মা ৬ মেরে ভারতের জয় নিশ্চিত করেন। ও রিঙ্কু সিং চার মেরে ম্যাচ জেতান। তিলক ৫৩ বলে ৬৯ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন।