TRENDING:

Rinku Singh: রিঙ্কুর মুখে শুধুই ধোনির প্রশংসা! দেশের জার্সিতে কেঁদে ফেলবেন কেকেআর তারকা

Last Updated:

রিঙ্কু জানিয়েছেন ভারতের জার্সি পড়বেন এটা যখন প্রথম শুনলেন মনে পড়েছিল বাবা-মায়ের কথা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: শেষ আইপিএলটা বদলে দিয়েছে তার জীবন। নিজেও ভাবতে পারেনি কেকেআর জার্সিতে অনবদ্য পারফর্মেন্স করে জাতীয় দলে ডাক পেয়ে যাবেন। অনেকেই ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোধহয় টি-টোয়েন্টি দলে সুযোগ পাবেন রিঙ্কু সিং। সেটা না হলেও রিঙ্কু সুযোগ পেয়েছেন এশিয়ান গেমসে দেশের জার্সি গায়ে চাপানোর। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে ভারতের সামনে সুযোগ স্বর্ণপদক জয়ের।
ধোনির কথা মনে পড়ছে রিঙ্কুর
ধোনির কথা মনে পড়ছে রিঙ্কুর
advertisement

এক্ষেত্রে মোটামুটি তিনটে ম্যাচ জিততে পারলেই অর্ধেক কাজ হয়ে যাবে। রিঙ্কু সিং জানিয়েছেন এশিয়ান গেমসে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর কৃতজ্ঞতা জানাতে চান মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলের সময় ধোনির কাছে উপদেশ চেয়েছিলেন রিঙ্কু। মাহি তাকে বলেছিলেন ঠিক যেভাবে ব্যাট করছেন সেটাই চালিয়ে যেতে। কারণ ওই পজিশনেই নেমে প্রচুর ম্যাচ ভারতকে জিতিয়েছেন ধোনি। তাই রিঙ্কুর সুবিধে অসুবিধে বুঝতে পেরেছিলেন ধোনি।

advertisement

রিঙ্কু জানিয়েছেন ভারতের জার্সি পড়বেন এটা যখন প্রথম শুনলেন মনে পড়েছিল বাবা-মায়ের কথা। তারা অনেক কষ্ট করে ছেলেকে এই জায়গায় নিয়ে এসেছেন। রিঙ্কু নিজেও জানতেন টাকা রোজগার করা এক জিনিস, কিন্তু ভারতের জার্সি পাওয়া অন্য জিনিস। এটা কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন করতে পারে। আজ মনে হচ্ছে প্রচুর কষ্ট সহ্য করেও ক্রিকেটার হওয়ার লড়াই চালিয়ে গিয়ে ভুল করেননি তিনি।

advertisement

তাই এশিয়ান গেমসে পাওয়া সুযোগ হাতছাড়া করতে চান না রিঙ্কু। এমন খেলা দেখাতে চান যাতে ভবিষ্যতে তাকে পাকাপাকিভাবে দলে নিতে বাধ্য হন নির্বাচক থেকে ক্যাপ্টেন সকলে। রিঙ্কু জানেন যতদিন ব্যাট চলছে, ততদিন সম্মান আছে। যেদিন চলবে না কেউ খবর নিতে আসবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাই শুধু পরিশ্রম আর পরিশ্রম এবং নিজের খেলার প্রতি ফোকাস রাখতে মরিয়া তিনি। ইচ্ছে ছিল মহেন্দ্র সিং ধোনিকে ফোন করার। কিন্তু তিনি ফোন ধরেন না। তবে রিঙ্কু আশাবাদী দেশের জার্সিতে তিনি ভাল পারফর্ম করলে সেই খবর ধোনি পর্যন্ত যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: রিঙ্কুর মুখে শুধুই ধোনির প্রশংসা! দেশের জার্সিতে কেঁদে ফেলবেন কেকেআর তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল