এক্ষেত্রে মোটামুটি তিনটে ম্যাচ জিততে পারলেই অর্ধেক কাজ হয়ে যাবে। রিঙ্কু সিং জানিয়েছেন এশিয়ান গেমসে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর কৃতজ্ঞতা জানাতে চান মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলের সময় ধোনির কাছে উপদেশ চেয়েছিলেন রিঙ্কু। মাহি তাকে বলেছিলেন ঠিক যেভাবে ব্যাট করছেন সেটাই চালিয়ে যেতে। কারণ ওই পজিশনেই নেমে প্রচুর ম্যাচ ভারতকে জিতিয়েছেন ধোনি। তাই রিঙ্কুর সুবিধে অসুবিধে বুঝতে পেরেছিলেন ধোনি।
advertisement
রিঙ্কু জানিয়েছেন ভারতের জার্সি পড়বেন এটা যখন প্রথম শুনলেন মনে পড়েছিল বাবা-মায়ের কথা। তারা অনেক কষ্ট করে ছেলেকে এই জায়গায় নিয়ে এসেছেন। রিঙ্কু নিজেও জানতেন টাকা রোজগার করা এক জিনিস, কিন্তু ভারতের জার্সি পাওয়া অন্য জিনিস। এটা কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন করতে পারে। আজ মনে হচ্ছে প্রচুর কষ্ট সহ্য করেও ক্রিকেটার হওয়ার লড়াই চালিয়ে গিয়ে ভুল করেননি তিনি।
তাই এশিয়ান গেমসে পাওয়া সুযোগ হাতছাড়া করতে চান না রিঙ্কু। এমন খেলা দেখাতে চান যাতে ভবিষ্যতে তাকে পাকাপাকিভাবে দলে নিতে বাধ্য হন নির্বাচক থেকে ক্যাপ্টেন সকলে। রিঙ্কু জানেন যতদিন ব্যাট চলছে, ততদিন সম্মান আছে। যেদিন চলবে না কেউ খবর নিতে আসবে না।
তাই শুধু পরিশ্রম আর পরিশ্রম এবং নিজের খেলার প্রতি ফোকাস রাখতে মরিয়া তিনি। ইচ্ছে ছিল মহেন্দ্র সিং ধোনিকে ফোন করার। কিন্তু তিনি ফোন ধরেন না। তবে রিঙ্কু আশাবাদী দেশের জার্সিতে তিনি ভাল পারফর্ম করলে সেই খবর ধোনি পর্যন্ত যাবে।