টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উত্তর প্রদেশ শুরুতেই ধাক্কা খায়। তৃতীয় ওভারেই ওপেনার অভিষেক গোস্বামী আউট হয়ে গেলে চণ্ডীগড় কিছুটা আশার আলো দেখতে পায়। তবে সেই আশা দ্রুতই নিভিয়ে দেন আর্যন জুয়াল ও ধ্রুব জুরেল। দু’জনে মিলে ধৈর্য ও আক্রমণের সুন্দর মিশ্রণে ইনিংস গুছিয়ে নেন এবং স্কোরবোর্ড সচল রাখেন।
advertisement
ধ্রুব জুরেল বিশেষভাবে নজর কাড়েন তাঁর আক্রমণাত্মক মানসিকতায়। ঢিলেঢালা বল পেলে তিনি কোনও রকম দ্বিধা না করে শট খেলেন এবং সাবলীলভাবে অর্ধশতরান পূর্ণ করেন। জুয়াল ও জুরেলের ৯৬ রানের জুটি উত্তর প্রদেশকে শক্ত ভিত এনে দেয়। জুরেল ৬৭ রানে আউট হলেও ততক্ষণে দল বড় স্কোরের পথে অনেকটাই এগিয়ে যায়।
এরপর জুয়ালের সঙ্গে যোগ দেন সামীর রিজভি। দু’জনে মিলে আরও একটি কার্যকর ৭১ রানের জুটি গড়ে তোলেন। রিজভি ৩২ রান করে আউট হন, কিন্তু তখন ইনিংসের শেষ পর্যায়ে বড় ঝড় তোলার মঞ্চ তৈরি হয়ে গেছে। জুয়াল অ্যাঙ্করের ভূমিকা ছেড়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এবং নিজের শতরান পূর্ণ করেন।
আরও পড়ুনঃ Virat Kohli: ২০২৭ ওডিআই বিশ্বকাপে কি বিরাট কোহলি খেলবেন? হয়ে গেল বড় ঘোষণা!
শেষ দিকে রিঙ্কু সিং পুরোপুরি নিয়ন্ত্রণ নেন। আর্যন জুয়াল ১৩৪ রানে আউট হলেও রিঙ্কু থামেননি। মাত্র ৫৬ বলে শতরান করে তিনি ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ১০৬ রান করেন। শেষ ছয় ওভারে উত্তর প্রদেশ তোলে ৬৩ রান। জবাবে চণ্ডীগড় মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায় এবং উত্তর প্রদেশ ২২৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয়।
