TRENDING:

Rinku Singh: রিঙ্কু সিং কঠিন লড়াইয়ের কৃতিত্ব দিচ্ছেন মাকে! ব্যাটে ঝড় তুলতে চান আজ

Last Updated:

রিঙ্কু বলছেন তার পা সব সময় মাটিতেই থাকবে। জানেন ভারতীয় দলের সুযোগ পাওয়া কঠিন। কিন্তু টিকে থাকা আরও বেশি কঠিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডাবলিন: আইপিএলে তার উঠে আসার গল্পটা ছিল একটা নাটকের মত। এক গরিব ঘরের ছেলে অসম্ভবকে সম্ভব করে কেকেআরের জার্সিতে যেভাবে নিজেকে প্রমাণ করেছিলেন তাতে ভারতীয় ক্রিকেটে তৈরি হয়েছিল আলোড়ন। রিঙ্কু সিং নামটা এখন ঘরে ঘরে সবাই জানেন। জাতীয় দলের জার্সিই ছিল জীবনের প্রথম লক্ষ্য। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের।
রিঙ্কুর প্রেরণা তার মা
রিঙ্কুর প্রেরণা তার মা
advertisement

২৫ বছর বয়সি বাঁহাতি ব্যাটার বলছেন, প্রথম লক্ষ্যে পৌঁছেছি। এবার নিজেকে উজাড় করে দেব দলের জন্য। টিম ইন্ডিয়ার নীল জার্সি গায়ে চাপানোর সময় রিঙ্কুর মনে পড়ছিল আর্থিক প্রতিকূলতা আর লড়াইয়ের দিনগুলোর কথা। তিনি বলেছেন, ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি। আমার পরিবারকে তাই একটু স্বাচ্ছন্দ্য দিতে চেয়েছিলাম।

অনেক ঘাম ঝরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছি। প্রচুর সমস্যা ছিল। আর্থিক বাধার মুখোমুখিও হতে হয়েছে। কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারাইনি। সেটাই আমাকে মানসিকভাবে শক্ত করে তুলেছিল। জানতাম, সফল হতে পারলে দুঃখের দিনের অবসান ঘটবে। জাতীয় দলে ডাক পাওয়াকে মায়ের স্বপ্নপূরণ হিসেবে বর্ণনা করেছেন রিঙ্কু।

advertisement

তাঁর কথায়, এত প্রতিকূলতা সত্ত্বেও আমার ক্রিকেটার হওয়ার নেপথ্যে বিশাল অবদান রয়েছে বাড়ির প্রত্যেকের। বিশেষ করে মায়ের অবদানের কথা বলে শেষ কারা যাবে না। আমার খরচ জোগানোর জন্য কখনও কখনও ধারও করতে হয়েছে তাঁকে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবুও আমাকে সমানে উদ্দীপ্ত করেছেন তিনি। রিঙ্কু বলছেন তার পা সব সময় মাটিতেই থাকবে। জানেন ভারতীয় দলের সুযোগ পাওয়া কঠিন। কিন্তু টিকে থাকা আরও বেশি কঠিন। আগের দিন ব্যাটিংয়ের সুযোগ পাননি। আজ যদি ব্যাটিং করার সুযোগ আসে রান করতে মরিয়া থাকবেন রিঙ্কু।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: রিঙ্কু সিং কঠিন লড়াইয়ের কৃতিত্ব দিচ্ছেন মাকে! ব্যাটে ঝড় তুলতে চান আজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল