দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং চান নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থ আইপিএল ২০২৩ -এর সময় প্রতি সপ্তাহে অন্তত কিছু দিন ডাগআউটে তাঁর পাশে বসুক। ডিসেম্বরের শেষ সপ্তাহে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ, যার কারণে তিনি আইপিএলে খেলতে পারবেন না। ভারতের উইকেটরক্ষক ও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ বর্তমানে মুম্বইয়ে চিকিৎসাধীন।
আরও পড়ুন - ভারতীয় ক্রিকেটারদের হোটেল রুমের সিক্রেট আউট! শুভমান গিল জানিয়ে দিলেন খুল্লম খুল্লা সিনিয়রদের ব্যবহার
advertisement
আইসিসির আলোচনায় পন্টিং বলেছেন, “এমন একজন খেলোয়াড়ের জায়গা পূরণ করতে পারবেন না। এমন খেলোয়াড় সহজে জন্মায় না। আমরা তাঁর জায়গায় একজন উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নেওয়ার কথা ভাবছি। তিনি যদি সত্যিই খেলার জন্য শারীরিকভাবে ফিট না হন, তবুও আমরা তাঁকে দলের সঙ্গে রাখতে চাই। যদি তিনি ভ্রমণ করতে এবং দলের সঙ্গে থাকতে সক্ষম হন তবে আমি সপ্তাহের প্রতিদিন ডাগআউটে তাঁর পাশে বসতে চাই।’’
পন্টিং বলেছেন, "আমি অবশ্যই নিশ্চিত করতে চাই যে মার্চে যখন আমরা দিল্লিতে ক্যাম্প শুরু করার জন্য দেখা করব তখন সে যদি দলের সঙ্গে থাকতে পারে, আমি চাই সে আমাদের সঙ্গে পুরো সময়ের জন্য থাকুক।"
ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চার টেস্টের সিরিজ খেলার কথা রয়েছে। এরপর জুনে এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পন্টিং বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত পন্থকে মিস করবে।’’
তিনি বলেন, “আমি মনে করি সে বিশ্বের সেরা ছয় বা সাত ব্যাটসম্যানের মধ্যে ও একজন। ’’
আইসিসি পুরুষদের টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে বর্তমানে পন্থ সপ্তম স্থানে রয়েছেন। পন্টিং বলেছেন, “সে যখন শুরু করেছিল, তখন আমরা সবাই ভেবেছিলাম যে তিনি টেস্ট ব্যাটসম্যানের চেয়ে ভাল টি-টোয়েন্টি এবং ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে প্রমাণিত হবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটাই। টেস্ট ক্রিকেটে তাঁর রেকর্ড চমৎকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজ আছে এবং আমরা জানি অস্ট্রেলিয়ার বিপক্ষে গতবার অস্ট্রেলিয়ায় সে কেমন করেছিল। ক্রিকেট বিশ্ব তাঁকে এই সিরিজে খেলতে দেখতে চেয়েছিল।’’