তবে পন্টিংকে কোচ করতে শুধু দিল্লি নয় ৷ আগ্রহী রাজস্থান ফ্র্যাঞ্চাইজিও ৷ এবছর তাই আইপিএলে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ককে দেখতে পারাটা একপ্রকার নিশ্চিত ৷ ইতিমধ্যেই দিল্লি ডেয়ারডেভিলসের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিএ সেকার ৷ নতুন কোচের খোঁজে তাই ভালমতোই নেমে পড়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি ৷ এখনও পর্যন্ত যা সম্ভাবনা, তাতে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পন্টিংই ৷
advertisement
Location :
First Published :
November 18, 2017 3:34 PM IST