বাংলাদেশের সিলেটে এই সময় প্রচন্ড গরম। তারমধ্য়ে দিনের বেলায় হচ্ছে ম্য়াচ। য়ার ফলে ক্রিকেটারদের একটু সমস্য়া আগে থেকেই হচ্ছিল। ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্য়াচের ১২ তম ওভারে অসুস্থ বোধ করেন রিচা ঘোষ। খুব অসুস্থ হয়ে যাওয়ায় মাঠেই দলের ফিজিও তার চিকিসা শুরু ককেন। গলায়, ঘাড়ে তোয়ালে দেওয়া হয় তাকে। তবে সুস্থ না বোধ করায় মাঠ ছাড়েন তিনি।
advertisement
রিচার অসুস্থতা সম্পর্কে সরকারি কোনও ঘোষণা না করা হলও জানা গিয়েছে সান স্ট্রোক হয়েছে। তড়িঘড়ি রিচা ঘোষের। অসুস্থতার পর আর মাঠে নামেননি রিচা ঘোষ। তার জায়গায উইকেট রক্ষকের দায়িত্ব সামলান শেফালি বর্মা। ভারতীয় দলের চিকিৎসকরা দেখভাল করছেন রিচা ঘোষের। তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গিয়েছে কোনও ভয়ের কারণ নেই ভারতীয় মহিলা তারকা ক্রিকেটারের।
প্রসঙ্গত, মহিলা এশিয়া কাপের হাইভোল্টেজ ম্য়াচ ভারতের বিরুদ্ধে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৫৬ রান কেন নিদা দার। এছাড়া ৩২ রানের ইনিংস খেলেন বিসমা মাহরুফ। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। এছাড়া ২টি উইকেট নেন পুজা ভাস্ত্রাকর ও একটি উইকেট নেন রেণুকা সিং। ভারতের টার্গেট ১৩৮ রান।