ক্রিকেটের পাশাপাশি কেরিয়ারে নতুন অধ্যায় শুরু হয়েছে তাঁর। তিনি এখন রাজ্য পুলিশের ডিএসপি। তারকা উইকেটরক্ষক-ব্যাটার নতুন দায়িত্বও নিষ্ঠাভরে সামলানোর জন্য প্রস্তুত। পুলিশের উর্দি পরে কেমন লেগেছে, এই প্রশ্নের উত্তরে আবেগপ্রবণ রিচা ঘোষ। বললেন, ”ছোটবেলা থেকে আমি চাইতাম পুলিশ বা আর্মিতে যোগ দেব। ক্রিকেটার না হলে সেটাই হতাম। তাই এই উর্দি পরে অনেক বেশি ভাল লাগছে।”
advertisement
এদেশে মেয়েদের ক্রিকেটের ভোল বদলে দিয়েছেন রিচা, জেমাইমারা। এখন রাস্তায় বেরোলে অটোগ্রাফ দিতে হয়, লোকজন সেলফি তুলে এগিয়ে আসে। ব্যাপারটা কতটা উপভোগ করছেন? রিচা বলছেন, এখন নিজেই গাড়ি চালাচ্ছি। ধোনির মতো মাঝেমধ্যে বুলেট বাইক নিয়ে বেরিয়ে পড়ি। কলকাতা শহরটাকে ঘুরে দেখি। বিশ্বকাপের আগে যে কজন মানুষ চিনত এখন তার কয়েকশো গুণ বেশি মানুষ চিনতে পারছে এবং ভালবাসছে। এটাই প্রাপ্তি।
রিচা জানান, “মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তাতে আগামী দিনে অনেক মেয়েরা এটা দেখে অনুপ্রাণিত হবে।” পুলিশের DSP পদে দায়িত্ব নেওয়ার পরেই নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ। ইডেন গার্ডেন্সে রিচাকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন- প্রথম বাঙালি হিসাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি তুলেছিলেন হাতে, ডিএসপি পদে যোগদান রিচা ঘোষের
বিশ্বকাপ জয়ের এক মাস পর প্রথম অনুশীলন শুরু করলেন রিচা। সামনেই ওমেন্স প্রিমিয়ার লিগ। সেখানে দু’ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে RCB রিচাকে দলে রেখেছে। তাঁর প্রস্তুতিতে নেমে পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেললেন বঙ্গ তনয়া। অনূর্ধ্ব ১৯ সিনিয়ারদের বিশ্বকাপ জয়ের পর এবার রিচার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। রিচার অনুরোধে শিলিগুড়ির বদলে কলকাতাতেই পোস্টিং পাচ্ছেন তিনি।
