শ্রেয়স আয়ারের দল হেরেছে টানা চার ম্যাচ। অথচ, প্রথম চারের মধ্যে তিনটি জিতেছিল তারা। কিন্তু তারপর ভুলভুলাইয়া পথ হারানোর মতোই দেখাচ্ছে নাইটদের। ওপেনিংয়ে রয়েছে সমস্যা। অ্যারন ফিনচের প্রত্যাবর্তন তা কতটা ঢাকতে পারে, সেটাই দেখার। আগোছালো দেখাচ্ছে মিডল অর্ডারও। নীতীশ রানা, বেঙ্কটেশ আয়ার ভরসা জোগাতে ব্যর্থ।
advertisement
ডোবাচ্ছে আন্দ্রে রাসেলের প্রতি অতিরিক্ত নির্ভরতাও। প্রতি ম্যাচে ক্যারিবিয়ান তারকা কি আর ব্যাটে ঝড় তুলতে পারেন! গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে বাউন্সারের বিরুদ্ধে দুর্বলতা দেখা গিয়েছে নাইট ব্যাটসম্যানদের। সেই ফর্মুলা ওয়াংখেড়েতে বৃহস্পতিবার প্রয়োগ করতে পারেন দিল্লি পেসাররা।
মুস্তাফিজুর রহমান, শার্দূল ঠাকুর, খলিল আহমেদরা তো আছেনই। খেলানো হতে পারে অ্যানরিখ নর্তজেও। স্পিন আক্রমণও তীক্ষ্ণ ক্যাপিটালসের। অক্ষর প্যাটেল ছাড়াও আছেন কুলদীপ যাদব। শেষ সাক্ষাতে কলকাতার ইনিংসে ধ্বস নামিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।
প্রাক্তন নাইটের কলকাতার প্রতি রাগের কারণও রয়েছে। সেই জ্বালা আগের দেখাতেই মিটিয়েছেন তিনি। এই ম্যাচ নিছক দিল্লি বনাম কলকাতা নয়। নেতা হিসেবেও টেক্কা দিতে চাইবেন একে অন্যকে। শ্রেয়সের অবশ্য নিজেকে চেনানোর অন্য তাগিদও রয়েছে।