এলিমিনেটরে আরিসিবির হারের পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দীনেশ কার্তিক। অবসর নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সুখবর, আবার ক্রিকেটে ফিরতে চলেছেন আরসিবির তারকা ক্রিকেটার। টি২০ বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকরদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে নাম রয়েছে দীনেশ কার্তিকের। এর আগেও ক্রিকেটে ধারাভাষ্য দিয়েছেন দীনেশ কার্তিক, বেশ প্রশংসিতও হয়েছিল তাঁর ধারাভাষ্য। এ বার বিশ্বকাপের মতো বড় মঞ্চে ধারাভাষ্য দিতে দেখা যাবে কার্তিককে।
advertisement
আরও পড়ুন: রবিবার থেকে কত দিন চলবে দুর্যোগ, কলকাতা সহ ভাসবে কোন কোন জেলা? বৃষ্টি উত্তরবঙ্গেও
দীনেশ কার্তিক আইসিসিকে বলেন, “এই প্রতিযোগিতা অন্যান্য প্রতিযোগিতার থেকে অনেকাংশে আলাদা। ২০টা দল, ৫৫টা ম্যাচ, কিছু নতুন স্টেডিয়াম, মাঠে নামার জন্য অপেক্ষা করতে পারছি না। এত উন্নতমানের ধারাভাষ্যকরদের দলে সুযোগ পাওয়ায় দারুণ অনুভূতি হচ্ছে, আরও দারুণ লাগছে এটা ভেবে যে যাদের সম্পর্কে আমি ধারাভাষ্য দেব তাঁদের অনেকের সঙ্গে আমি সদ্য খেলেছি।
আরও পড়ুন: দিঘা, মন্দারমণিতে ছাড় পাবেন না পর্যটকরা! রিমল নিয়ে সতর্ক নবান্ন, কড়া নির্দেশ
আসন্ন টি২০ বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন রবি শাস্ত্রি, হর্ষ ভোগলে, সুনীল গাভাস্কার, নাসির হুসেন, ইয়ান বিশপ, রিকি পন্টিং, ম্যাথু হেডেন, গ্রেম স্মিথ-সহ অনেক প্রাক্তন ক্রিকেটার।