এর বাইরেও রয়েছেন এমন অনেকে যাঁরা মন দিয়ে খেলাধুলো করতে চান। ভবিষ্যতের পেশাদার খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলতে চান। ভারতের মতো দেশে অনেকেরই সামর্থ্য কম। তাই তাঁদের জন্য সাশ্রয়ী মূল্যে ক্রীড়া পোশাক, জুতো-সহ অন্য প্রয়োজনীয় সামগ্রীর সম্ভাব নিয়ে এ বার আসছে রিলায়েন্স। লঞ্চ করছে তাদের নতুন ব্র্যান্ড Xlerate। ই-কমার্স প্ল্যাটফর্ম AJIO তাদের সঙ্গী। এ ধরনের পোশাক খেলাধুলার অন্য প্রয়োজনীয়তা পূরণ করে। ফিটনেস বিষয়ে আগ্রহী তরুণ প্রজন্ম এ ধরনের পোশাকের আকর্ষণ এড়াতে পারেন না।
advertisement
জানা গিয়েছে, রিলায়েন্স উচ্চ মানের ক্রীড়া পণ্য এবং পাদুকাও আনবে তাদের সম্ভারে। Xlerate-এ প্রতিটি মূল্য বিভাগের জন্য কিছু অফার রয়েছে, অফারগুলি শুরু হচ্ছে ৬৯৯ টাকা থেকে৷ ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে থাকছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বর্তমান তরুণ প্রজন্মের ক্রিকেট আইকন হার্দিক পান্ডিয়া। তারুণ্যের সেই টগবগে, নাছোড় মনোভাবকে ফুটিয়ে তুলতেই হার্দিককে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে।
Xlerate ভারতের ফিটনেস-সচেতন যুবক-যুবতীদের চেতনাকে প্রতিফলিত করে। একাধারে সক্রিয়তা এবং ক্রীড়া প্রেম। বিশ্ব মঞ্চে খেলাধুলায় ভারতের প্রতিনিধিত্ব বেশ উজ্জ্বল। আর ক্রমশ তা আরও জোরাল হচ্ছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে অলিম্পিকে ভারতের পারফরম্যান্স। সে কথা মনে রেখেই Xlerate ভারতীয় যুব সম্প্রদায়কে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ক্রীড়া পোশাক সরবরাহের কথা ভেবেছে, এমনই দাবি কর্তৃপক্ষের।
Xlerate-এর ক্রীড়া সম্ভারের মধ্যে রয়েছে স্পোর্টস শ্যু, অ্যাথলেটিক শ্যু এবং লাইফস্টাইল শ্যু। পোশাকের মধ্যে রয়েছে, ট্র্যাক প্যান্টস, টি-শার্ট, শর্টস ইত্যাদি। Xlerate-এর যাবতীয় পণ্য পাওয়া যাবে AJIO Business-এ। ছোট আকারের সাধারণ স্পোর্টস স্টোর এবং ফ্যাশন রিটেইল আউটলেট-সহ ভারতের যে কোনও খুচরা বিক্রেতা Xlerate পণ্যের জন্য AJIO Business-এ নিবন্ধন করতে পারেন।
Xlerate লঞ্চের অনুষ্ঠান মঞ্চ থেকে রিলায়েন্স রিটেল-এর ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল-এর সভাপতি ও সিইও অখিলেশ প্রসাদ বলেন, ‘Xlerate-এর উচ্চ মান এবং সাশ্রয়ী মূল্যের পণ্য নিশ্চিত ভাবে মূল্য সচেতন গ্রাহককে আনন্দ দেবে।’ তিনি আশাবাদী, তাঁদের ব্র্যান্ডের ক্রীড়া জুতা, স্যান্ডেল এবং পোশাকের বিভাগ নতুন প্রজন্মের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
হার্দিক পান্ড্য বলেন, ‘পণ্যগুলির একটি অত্যন্ত কেতাদূরস্ত, একই সঙ্গে আরামদায়ক। আমাদের মূল মন্ত্র হল ডোন্ট ব্রেক, এক্সলেরেট। এ যেন আমার জীবন দর্শনেরই অনুরণন। কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। হাল না ছাড়লে চলবে না।’
রিলায়েন্স রিটেলের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে AJIO Business। তাদের লক্ষ্যই হল খুচরা বিক্রেতা এবং ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারিত্বে পাঁচ হাজারেরও বেশি ফ্যাশন এবং লাইফস্টাইলের সম্ভার গড়ে তোলা।