শনিবার টিম ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ইংল্যান্ড হারাতেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিৎ হয়ে যায় অজিদের। রান রেটে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সেমিতে চলে গেল ব্রিটিশরা। তবে বিশ্বকাপের থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পেছনে তাদের খারাপ পারফরম্যান্সের থেকে বৃষ্টিকেই দায়ী করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কোচও।
advertisement
কিন্তু শুধু বৃষ্টি নয়, অস্ট্রেলিয়ার পারফরম্যান্সও খুব একটা আহামরি নয়। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৪ রানে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরও ১৩৭ রান তুলতে দিয়েছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো পারফর্ম করলেও, আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত ৪ রানে জয়। ফলে নেট রানরেট বাড়ানোর সুযোগ পেয়েও হাতছাড়া করেছে অ্যারন ফিঞ্চের দল। তাই ইংল্যান্ডের সঙ্গে ৭ পয়েন্টে শেষ করলেও রানরেটের বিচারে ছিটকে যেতে হল অজিদের।
আরও পড়ুনঃ ৫টি এমন রেকর্ড রয়েছে বিরাট কোহলি, যা অন্যদের পক্ষে ভাঙা অসম্ভব
প্রসঙ্গত, গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তিন দলই ৭ পয়েন্টে শেষ করে। নিউজিল্যান্ডের নেট রানরেট +২.১১৩, ইংল্যান্ডের +০.৪৭৩, অস্ট্রেলিয়ার -০.১৭৩। ফলে আয়ারল্যান্ড ও আফগানিস্তানেরবিরুদ্ধে বড় ব্যবধানে জিততে পারলে সুপার ১২ থেকে বিদায় নিতে হত না অজিদের। ফিঞ্চদের বিদায়ের সঙ্গে পরপর দুবার একই দেশ টি-২০ বিশ্বকাপ জিততে না পারার ট্রেন্ডও বজায় থাকল।