TRENDING:

রিয়ালের সেলিব্রেশনে মাদ্রিদে জনসমুদ্র ! হুড-খোলা বাসে রোনাল্ডোরা

Last Updated:

ট্রফি জিতে উৎসবের মেজাজে রিয়াল মাদ্রিদ। হুড খোলা বাসে প্যারেডে জনসমুদ্রে ভাসলেন রোনাল্ডো, বেল, বেঞ্জেমারা। ১১বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে উচ্ছ্বাস-উন্মাদনায় মাতলেন ফুটবলাররাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদ্রিদ: রুদ্ধশ্বাস ম্যাচ। রিয়ালের জালে বল জড়িয়ে বান্ধবীকে জড়িয়ে ধরেছিলেন কারাসকো। ভালোবাসার চুম্বন। সেটা অবশ্য স্থায়ী হয়নি।
advertisement

টাইব্রেকারে রোনাল্ডোর শট জালে ঢুকতেই যেন আরও একবার ইতিহাস উস্কে গেল রিয়ালেই। ‘হালা মাদ্রিদ’! একবার নয়, ১১ বার ইউরোপ সেরার মুকুট রিয়াল মাদ্রিদের।

মাঠ থেকে ড্রেসিংরুম।উচ্ছ্বাস উন্মাদনায় মত্ত রোনাল্ডো, বেল, বেঞ্জিমারা। রেশ থাকল বাড়ি ফেরার পথেও। সাতসকালেই দুধ-সাদা হুড খোলা ডাবল-ডেকার বাস তৈরি। রাস্তার দু’পাশে শুধু মানুষের ঢল। উন্মাদনার ঢেউ। জনসমুদ্রে ভাসল রিয়াল।

advertisement

ভাসলেন সি আর সেভেনও। এবারও তাঁর গোলেই জয়ের আনন্দের শুরু।  ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনিই। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ৯৩টি গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
রিয়ালের সেলিব্রেশনে মাদ্রিদে জনসমুদ্র ! হুড-খোলা বাসে রোনাল্ডোরা