উয়েফার বিবৃতিতে প্রথমে সমর্থকদের মাঠে ঢোকায় দেরির কথা বলা হলেও পরে বিবৃতি বদলে লেখা হয়, 'নিরাপত্তাজনিত কারণে' ম্যাচ শুরু হতে দেরি হবে। যদিও ঠিক কত সময় পর এই ম্যাচ শুরু করা যাবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই সময় গিয়ে দাঁড়ায় ৩৬ মিনিটে।
তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। শেষবার কিয়েভে এই দুই দলের ফাইনালে অলরেডদের হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবারও ঘটল তাই। সারা ম্যাচ দাপিয়ে খেললেও রিয়ালের কাছে ১-০ গোলে হেরে গেল লিভারপুল।
আরও পড়ুন: লিভারপুলকে হারিয়ে ফের চ্যাম্পিয়নস লিগ জয় রিয়ালের, ফাইনালে ঘটল অবিশ্বাস্য ঘটনা!
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে রিয়ালই যে সেরা দল, তা আরও একবার প্রমাণ করল তারা। কারণ এই লিগে দ্বিতীয় শীর্ষে থাকা এসি মিলান ৭টি শিরোপা জিতেছে। আর লা গ্যালাকটিকোরা ২০১৮ সালের পর ফের ট্রফির স্বাদ পেল। এর আগে ১৯৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬৬ (ইউরোপিয়ান কাপ), ৯৮, ২০০০, ২০০২, ২০১৪, ২০১৬ ও ২০১৮ (চ্যাম্পিয়নস লিগ নাম করণের পর) জিতেছিল। অপরদিকে ২০১৯ সালের পর সপ্তম শিরোপা জেতা হল না লিভারপুলের।
এদিন দর্শক-সমর্থকদের মাঠের বাইরের বিশৃঙ্খলার কারণে ৩৬ মিনিট পর ম্যাচটি শুরু হয়। তবে ম্যাচে ভিনি গোল দিলেও জয়ের মূল নায়ক রিয়ালের গোলরক্ষক কুর্তোয়া। কারণ তাঁর ৯টি সেভই বদলে দেয় ম্যাচের রং।