মেগা ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। বিধ্বংসী মেজাজে শুরু করলেও বড় স্কোর করতে পারেনি ফিল সল্ট। বিরাট কোহলি ও মায়াঙ্ক আগরওয়াল ৩৩ রানের পার্টনারশিপ করেন। বড় শট খেলতে গিয়ে আউট হন মায়াঙ্কও। ২৪ রান করেন তিনি। রজত পাতিদারও শুরুটা ভাল করলেও ২৬ রান করে সাজঘরে ফেরেন।
advertisement
একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও অপরদিকে ঠান্ডা মাথায় নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি। কঠিন সময় একটু স্লো হলেও লড়াকু ব্যাটিং করেন বিরাট। লিয়াম লিভিংস্টোনকে সঙ্গে ৩৫ রান জুটিতে যোগ করেন তিনি। একটা সময় মনে হচ্ছিল বড় স্কোরের দিকে এগোচ্ছেন বিরাট কোহলি। কিন্তু ব্যক্তিগত ৪৩ রান করে আউট হন বিরাট।
এরপর লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা দ্রুত গতিতে রান তোলা শুরু করেন। বেশ কিছু চার-ছয় দেখা যায় তাদের ব্যাটে। কিন্তু বেশি দ্রুত রান তুলতে গিয়ে লিভিংস্টোন ২৫ ও জিতেশ শর্মা ২৪ রানে আউট হন। দুই তারকা আউট হওয়ার পর রানের গতিবেগ কনে যায়। রোমারিও শেফার্ড একটি ছয় ও একটি চার মারলেও তা দলকে ২০০ পার নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। আরসিবির হয়ে কাইল জেমিসন ৩টি ও অর্শদীপ সিং ৩টি রপে উইকেট নেন।