TRENDING:

RCB Stampede: ১১ জনের মৃ্ত্যু, সেদিন বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় কে দায়ী? বিস্ফোরক দাবি

Last Updated:

RCB Stampede- বেঙ্গালুরুতে আরসিবি-র জয় উদ্‌যাপনে পদপিষ্টের ঘটনা, ১১ জনের মৃত্যু। প্রাথমিকভাবে আরসিবিকে দায়ী করল ক্যাট। তারা জানায়, "হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেঙ্গালুরুতে আরসিবি-র জয় উদ্‌যাপনে পদপিষ্টের ঘটনা, ১১ জনের মৃত্যু। প্রাথমিকভাবে আরসিবিকে দায়ী করল ক্যাট। তারা জানায়, “হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেওয়া হয়। ফলে মানুষ দলে দলে আসতে শুরু করে।”
News18
News18
advertisement

তাদের দাবি, ৩ থেকে ৫ লাখ মানুষের জমায়েতের জন্য আরসিবি (RCB) দাসয়ী। আরসিবি পুলিশের কাছ থেকে যথাযথ অনুমতি বা সম্মতি নেয়নি বলে দাবি করা হয়। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (CAT) বেঙ্গালুরুর ৪ জুনের ঘটনা নিয়ে রিপোর্ট দিয়েছে।

আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)-র আইপিএল জয় উদ্‌যাপনের একদিন পর জয়োৎসবের আয়োজন করা হয়। সেদিন ১১ জন মানুষ প্রাণ হারান। CAT-এর মতে, এই ঘটনার জন্য প্রাথমিকভাবে আরসিবি দায়ী। আরসিবি তাদের প্রথম আইপিএল ট্রফি জয় (৩ জুন) উদ্‌যাপন করতে ৪ জুন ‘বিজয় শোভাযাত্রা’-র ঘোষণা করেছিল। সেই শোভাযাত্রা বিধান সৌধ থেকে শুরু হয়ে স্টেডিয়াম পর্যন্ত যাওয়ার কথা ছিল।

advertisement

আরও পড়ুন- এক, দুই, তিনজন স্ত্রী! তিন নম্বর বিয়েতে জীবন নষ্ট! তারকা ক্রিকেটারের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

ঘোষণার পর এমজি রোড ও কুব্বোন রোড-এর আশেপাশে প্রায় আড়াই লাখ ভক্ত ভিড় করেন, যার ফলস্বরূপ ঘটে এই মর্মান্তিক মর্মান্তিক ঘটনা। ৪ জুনের আরসিবি প্যারেড নিয়ে ক্যাট-এর কড়া মন্তব্য: “পুলিশ অলৌকিক কিছু করতে পারে না।” আরসিবি ৪ জুন সকালে শোভাযাত্রা ও উদ্‌যাপনের বিষয়ে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিল। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (CAT) জানিয়েছে, এত কম সময়ে এত বিশাল ভিড় সামলানোর মতো ক্ষমতা পুলিশের কাছে ছিল না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্যাট-এর পর্যবেক্ষণ, “৪ জুন সময়ের অভাবে পুলিশ উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে পারেনি। পুলিশকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। হঠাৎ করেই আরসিবি পূর্ব অনুমতি ছাড়াই এরকম বিশৃঙ্খলা তৈরি করে।

বাংলা খবর/ খবর/খেলা/
RCB Stampede: ১১ জনের মৃ্ত্যু, সেদিন বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় কে দায়ী? বিস্ফোরক দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল