তাদের দাবি, ৩ থেকে ৫ লাখ মানুষের জমায়েতের জন্য আরসিবি (RCB) দাসয়ী। আরসিবি পুলিশের কাছ থেকে যথাযথ অনুমতি বা সম্মতি নেয়নি বলে দাবি করা হয়। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (CAT) বেঙ্গালুরুর ৪ জুনের ঘটনা নিয়ে রিপোর্ট দিয়েছে।
আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)-র আইপিএল জয় উদ্যাপনের একদিন পর জয়োৎসবের আয়োজন করা হয়। সেদিন ১১ জন মানুষ প্রাণ হারান। CAT-এর মতে, এই ঘটনার জন্য প্রাথমিকভাবে আরসিবি দায়ী। আরসিবি তাদের প্রথম আইপিএল ট্রফি জয় (৩ জুন) উদ্যাপন করতে ৪ জুন ‘বিজয় শোভাযাত্রা’-র ঘোষণা করেছিল। সেই শোভাযাত্রা বিধান সৌধ থেকে শুরু হয়ে স্টেডিয়াম পর্যন্ত যাওয়ার কথা ছিল।
advertisement
আরও পড়ুন- এক, দুই, তিনজন স্ত্রী! তিন নম্বর বিয়েতে জীবন নষ্ট! তারকা ক্রিকেটারের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
ঘোষণার পর এমজি রোড ও কুব্বোন রোড-এর আশেপাশে প্রায় আড়াই লাখ ভক্ত ভিড় করেন, যার ফলস্বরূপ ঘটে এই মর্মান্তিক মর্মান্তিক ঘটনা। ৪ জুনের আরসিবি প্যারেড নিয়ে ক্যাট-এর কড়া মন্তব্য: “পুলিশ অলৌকিক কিছু করতে পারে না।” আরসিবি ৪ জুন সকালে শোভাযাত্রা ও উদ্যাপনের বিষয়ে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিল। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (CAT) জানিয়েছে, এত কম সময়ে এত বিশাল ভিড় সামলানোর মতো ক্ষমতা পুলিশের কাছে ছিল না।
ক্যাট-এর পর্যবেক্ষণ, “৪ জুন সময়ের অভাবে পুলিশ উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে পারেনি। পুলিশকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। হঠাৎ করেই আরসিবি পূর্ব অনুমতি ছাড়াই এরকম বিশৃঙ্খলা তৈরি করে।