ক্রিস গেইল ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আরসিবিরর হয়ে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেছেন। তার মধ্যে ৩০ বলে সেঞ্চুরি অন্যতম। সেই রেকর্ড এখনও অটুট। ২০১১ সালে আরসিবিতে যোগ দেওয়ার পর গেইল ৮৫টি ম্যাচে ৩১৬৩ রান করেন, গড়ে ৪৩.৩৩ এবং স্ট্রাইক-রেট ছিল ১৫২.৭৩। তিনি ৫টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরি করেছিলেন। গেইল আরসিবির হয়ে ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনালও খেলেছিলেন। কিন্তু উভয় ক্ষেত্রেই হেরে যান।
advertisement
ক্রিস গেইল ছাড়াও এবি ডিভিলিয়ার্সও আগেভাগেই আহমেদাবাদে এসে পৌঁছেছেন। তাদের ঘনিষ্ঠ বন্ধু বিরাট কোহলিকে তার কেরিয়ারের চতুর্থ আইপিএল ফাইনালে খেলতে দেখতে। এবিডিও ২০১১ ও ২০১৬ সালে আরসিবির জার্সিতে ফাইনালে খেলেছিলেন। ফাইনাল উপলক্ষ্যে কোহলির জন্য বার্তাও দিয়েছিলেন ডিভিলিয়ার্স। বলেছিলেন,”বিরাটের প্রতি আমার বার্তা হলো বাইরে গিয়ে উপভোগ করো এবং মজা করো। তোমার মুখে হাসি ফুটিয়ে রাখো। আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। (আইপিএল) ট্রফিটা ঘরে নিয়ে এসো। এর প্রতিটি মুহূর্ত উপভোগ করো।”
এই কিংবদন্তিদের উপস্থিতিতে আইপিএল ২০২৫ ফাইনাল হতে চলেছে এক রোমাঞ্চকর মুহূর্ত। এটি হবে আরসিবি বা পঞ্জাবের মধ্যে প্রথমবারের মতো শিরোপা জয়ের মুহূর্ত। আহমেদাবাদে সপ্তাহের মাঝামাঝি দিনেই এক লক্ষেরও বেশি দর্শক স্টেডিয়ামে উপস্থিত থেকে আইপিএলের এই মরশুমের সেরা দুই দলের চূড়ান্ত গৌরবের লড়াই প্রত্যক্ষ করতে প্রস্তুত।