TRENDING:

RCB vs PBKS IPL 2025 Final: ফাইনালের আগে এন্ট্রি নিলেন আরসিবির ইতিহাসের দুই বিধ্বংসী ব্যাটার! আরও জমে গেল মেগা ম্যাচ

Last Updated:

IPL 2025 Final, RCB vs PBKS: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের আগে আরসিবি শিবিরের জন্য বড় খবর। ফাইনালের আগে এন্ট্রি নিচ্ছেন আরসিবির ইতিহাসে অন্যতম দুই বিধ্বংসি ব্যাটার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএল ২০২৫-এর মেগা ফাইনাল ঘিরে চড়ছে পারদ। ২ মাসেরও বেশি সময় ধরে লড়াইয়ের পর শেষ মহারণে মুখোমুখি হতে চলেছে আরসিবি ও পঞ্জাব কিংস। উভয় দলের কাছেই প্রথমবারের জন্য ট্রফি জয়ের সুযোগ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের আগে আরসিবি শিবিরের জন্য বড় খবর। ফাইনালের আগে এন্ট্রি নিচ্ছেন আরসিবির ইতিহাসে অন্যতম দুই বিধ্বংসি ব্যাটার ক্রিস গেইল ও এবি ডিভিলিয়ার্স। মাঠে লড়াইয়ের সময় আরসিবির মনোবল বাড়াতে ও ফ্র্যাঞ্চাইজির পাশে থাকতে এসেছেন তারা।
News18
News18
advertisement

ক্রিস গেইল ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আরসিবিরর হয়ে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেছেন। তার মধ্যে ৩০ বলে সেঞ্চুরি অন্যতম। সেই রেকর্ড এখনও অটুট। ২০১১ সালে আরসিবিতে যোগ দেওয়ার পর গেইল ৮৫টি ম্যাচে ৩১৬৩ রান করেন, গড়ে ৪৩.৩৩ এবং স্ট্রাইক-রেট ছিল ১৫২.৭৩। তিনি ৫টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরি করেছিলেন। গেইল আরসিবির হয়ে ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনালও খেলেছিলেন। কিন্তু উভয় ক্ষেত্রেই হেরে যান।

advertisement

ক্রিস গেইল ছাড়াও এবি ডিভিলিয়ার্সও আগেভাগেই আহমেদাবাদে এসে পৌঁছেছেন। তাদের ঘনিষ্ঠ বন্ধু বিরাট কোহলিকে তার কেরিয়ারের চতুর্থ আইপিএল ফাইনালে খেলতে দেখতে। এবিডিও ২০১১ ও ২০১৬ সালে আরসিবির জার্সিতে ফাইনালে খেলেছিলেন। ফাইনাল উপলক্ষ্যে কোহলির জন্য বার্তাও দিয়েছিলেন ডিভিলিয়ার্স। বলেছিলেন,”বিরাটের প্রতি আমার বার্তা হলো বাইরে গিয়ে উপভোগ করো এবং মজা করো। তোমার মুখে হাসি ফুটিয়ে রাখো। আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। (আইপিএল) ট্রফিটা ঘরে নিয়ে এসো। এর প্রতিটি মুহূর্ত উপভোগ করো।”

advertisement

আরও পড়ুন: RCB vs PBKS IPL 2025 Final: পঞ্জাব প্লেয়ারদের ‘খিদে’ মেটাতে গিয়ে নাজেহাল প্রীতি! ‘সেই রাতে’ ম্যাচের পর কী ঘটেছিল?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই কিংবদন্তিদের উপস্থিতিতে আইপিএল ২০২৫ ফাইনাল হতে চলেছে এক রোমাঞ্চকর মুহূর্ত। এটি হবে আরসিবি বা পঞ্জাবের মধ্যে প্রথমবারের মতো শিরোপা জয়ের মুহূর্ত। আহমেদাবাদে সপ্তাহের মাঝামাঝি দিনেই এক লক্ষেরও বেশি দর্শক স্টেডিয়ামে উপস্থিত থেকে আইপিএলের এই মরশুমের সেরা দুই দলের চূড়ান্ত গৌরবের লড়াই প্রত্যক্ষ করতে প্রস্তুত।

বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs PBKS IPL 2025 Final: ফাইনালের আগে এন্ট্রি নিলেন আরসিবির ইতিহাসের দুই বিধ্বংসী ব্যাটার! আরও জমে গেল মেগা ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল