প্রেমিকা গ্যালারিতে হাঁটু মুড়ে বসে প্রেমিককে প্রেম নিবেদন করছে, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে আইপিএল-এর সুবাদে সেটাও দেখা গেল। আর আইপিএলের ক্যামেরাম্যান এমন ঘটনা লাইভ দেখাতে কোনও ভুল করলেন না। সব থেকে মজার ব্যাপার, প্রেমিক ও প্রেমিকা, দুজনেই একই দলের সমর্থক।
আরও পড়ুন- মহারাষ্ট্ সরকারের দেওয়া জমি হঠাৎ কেন ফিরিয়ে দিলেন গাভাসকার ? জানুন
advertisement
প্রেমিকা আরসিবি সমর্থক। আর প্রেমিকও তাই। দুজনেই এদিন নিজেদের দলের জার্সি গায়ে আইপিএলের ম্যাচ দেখতে এসেছিলেন। প্রেমিক হয়তো জানতনেই না, মাঠে সিএসকে বনাম আরসিবি ম্যাচ চলাকালীন তাঁকে প্রোপোজ করবে প্রেমিকা। আর প্রেমিকা তাঁকে প্রোপোজ করার পর তিনি ‘ইয়েস’ বলতে আর বেশি সময় নেননি।
বুধবার পুণেতে সিএসকের বিরুদ্ধে জিতেছে আরসিবি। তবে ম্যাচের মাঝে এই প্রোপোজ-কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন প্রথমে ব্যাটিং করে আট উইকেটে ১৭৩ রান তুলেছিল আরসিবি। মাত্র ১৩ রানে ম্যাচ হারে সিএসকে। এই হারের ফলে ধোনির দলের প্লে-অফে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল।
সিএসকের ইনিংসের ১১ তম ওভার চলাকালীন প্রোপোজ-কাণ্ড ঘটে। আরসিবির সমর্থক তরুণকে গ্যালারিতে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন প্রেমিকা। চেন্নাইয়ের স্কোর তখন ছিল ১০.৫ ওভারে তিন উইকেটে ৭৯ রান। ক্যামেরাম্যান সেই ছবি দেখাতে ভুল করেননি। তখন সেই যুগলের পাশে থাকা প্রত্যেকে হাত তালি দিয়ে ওঠেন। প্রেমিকা কিছুটা লজ্জা পান। তবে লাভ স্টোরি এগোতে থাকে নিজের তালে।
আরও পড়ুন- টাকার লোভ সবার থাকে না! আইপিএল থেকে নাম তুলে প্রমাণ করেছেন এই পেসার
ওই তরুণ ইয়েস বলার পরই প্রেমিকা তাঁর আঙুলে আংটি পরিয়ে দেন। ম্যাচের মাঝেই নতুন এক প্রেমকাহিনী লেখা হয়ে গেল যেন!