এই বিষয়টি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছেছে, এবং পীড়িতার তরফ থেকে মহিলা হেল্পলাইন-এও অভিযোগ জানানো হয়েছে। RCB (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) দলের তারকা পেসার যশ দয়াল-এর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
মহিলা অভিযোগ করেছেন, তিনি গত ৫ বছর ধরে যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁর দাবি, যশ দয়াল তাকে শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতন করেছেন। এছাড়াও তিনি অভিযোগ করেছেন, যখন তিনি যশ দয়ালের সঙ্গে অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন তখন তাঁকে মারধর করা হয়।
advertisement
আরও পড়ুন- ৬,৬,৬,৬,৬… বৈভব সূর্যবংশীর ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড, খেললেন রেকর্ড ব্রেকিং ইনিংস!
ওই মহিলার আরও অভিযোগ, যশ দয়াল শুধুমাত্র তাঁর সঙ্গে নয়, আরও অনেক মহিলার সঙ্গে সম্পর্ক রাখতেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ওই মহিলা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন এবং মুখ্যমন্ত্রীর অফিসে অভিযোগ দায়ের করেছেন।
মহিলা আরও বলেছেন, থানায় গিয়ে অভিযোগ জানান তিনি। তবে পুলিশ বিষয়টিকে আমল দেয়নি। তাই তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়বিচারের দাবি করছেন। তিনি দাবি করেন, এই পদক্ষেপ শুধু তাঁর নিজের জন্য নয়, এমন মিথ্যা সম্পর্কে প্রতারিত হওয়া সবার জন্য।
ইন্দিরাপুরমের এসিপি (ACP) অভিষেক শ্রীবাস্তব জানিয়েছেন, IGRS পোর্টালে এক মহিলার পক্ষ থেকে অভিযোগ জমা পড়েছে।
পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে, তবে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি। তদন্তের অংশ হিসেবে প্রথমে দুই পক্ষের বয়ান রেকর্ড করা হবে।