ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। প্রথম থেকেই তাসের ঘরের মত ভেঙে পড়ে পঞ্জাব কিংসের ব্যাটিং। মার্কাস স্টয়নিস ২৬, প্রভসিমরন সিং ১৮, আজমতউল্লাহ ওমরজাই-এর ১৮ রান ছাড়া কোনও পঞ্জাব ব্যাটার দুই অঙ্কের রানে পৌছতে পারেনি। প্লে অফে দলে ফিরে দুরন্ত বোলিং করেন জস হ্যাজেলউড। ৩ উইকেট নেন অজি পেসার। এছাডডা সূয়াশ শর্মাও ৩টি উইকেট নেন। ২টি যশ দয়াল, ভুবনেশ্বর কুনার ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট নেন। ১৪.১ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব।
advertisement
রান তাড়া করতে নেমে বিরাট কোহলি এদিন বড় স্কোর করতে পারেননি। মাত্র ১২ রান করে আউট হন তিনি। তবে ফর্মে ছিলেন ফিল সল্ট। শুরু থেকেই নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখেন ইংল্যান্ড তারকা। তাকে সঙ্গ দেন মায়াঙ্ক আগরওয়াল। ৫৪ রানের ঝোড়ো পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিত করে দেন। মায়াঙ্ক আউট হন ১৯ রান করে। ফিল সল্ট ৫৪ ও রজত পাতিদার ১৫ রানে অপরাজিত থাকেন। ১০ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি।