সংবাদসংস্থা এএনআইকে জাদেজার স্ত্রী রিভাবা বলেন, রবীন্দ্র খুব ইতিবাচক ক্রিকেটার, তার দৃষ্টিভঙ্গীও ইতিবাচক। ও মাঠে নামে কিছু করার অদম্য ইচ্ছা নিয়ে ও ইতিবাচক মনোভাব নিয়ে। সেটাই তার সবচেয়ে বড় শক্তি। ক্রিকেটই তার কাছে সবচেয়ে অগ্রাধিকার পায়। সে ক্রিকেটের সঙ্গে একেবারেই একাত্ম। জাদেজার স্ত্রী আরো বলেন, জাতীয় ক্রিকেট একাডেমিতে জাদেজা তার রিহ্যাব করে।
advertisement
আরও পড়ুন - ডার্বিতে আজ হঠাৎ করেই অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল ! বিরাট অনিশ্চয়তায় মোহনবাগান
বিসিসিআই এর কোচ ও ফিজিওথেরাপিস্টরা তাকে অনেক সাহায্য করেছেন। ও ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে। ও তার সবলতার জায়গাটা বোঝে, ঐ সময় ও এই জায়গাটায় অনেক কাজ করেছে, তার ফলাফল আমরা সবাই দেখতে পারছি। তার পারফরম্যান্স ও দলে তার অবদানে আমি খুবই খুশি। দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ও।
চোটের পর সে ফিরে এসেছে এবং আমি খুবই খুশি তার পারফরম্যান্স দেখে। রিভাবা শেষে বলেন, ও বেশি কথা বলতে পছন্দ করে না, তার খেলার মাধ্যমেই তার বক্তব্য সকলকে জানায়। ও অনেক ইতিবাচক মন্তব্য পেয়েছে, তবে তার সমালোচকও আছে।
কিন্তু সমালোচকদের জবাব দেওয়ার চেয়ে ও তার দুর্বলতা শুধরে নেওয়ার দিকেই মন দেয় বেশি। তবে ফিরে আসাটা রবীন্দ্র জাদেজার পক্ষে সহজ ছিল না। প্রথম দিকে ব্যথায় কাতরাতেন। কিন্তু হাল ছেড়ে দেননি। তার পুরস্কার আজ তিনি পাচ্ছেন। এমনি এমনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠতে পারেননি।