আল্লু অর্জুনের পুষ্পা ইতিমধ্যে বক্স অফিসে সুনামি তুলেছে। দেশজুড়ি দারুন ব্যবসা করেছে এই সিনেমা। দক্ষিণের সিনেমার যাবতীয় মশলা রয়েছে পুষ্পায়। অ্যাকশন, রোমান্স, টানটান উত্তেজনা সবই রয়েছে। তার উপর রয়েছেন রাশ্মিকা মান্দানা। যাঁকে কি না এখন বলা হচ্ছে ন্যাশনাল ক্রাস। তবে গোটা সিনেমায় তাঁর ভূমিকা আহামরি কিছু নয়। তবুও তিনি নায়িকা বলে কথা। তাঁর ভক্তের সংখ্যাও তো কম নয়।
advertisement
আরও পড়ুন- আইপিএলে হার্দিককে অধিনায়ক করে চমক দিতে চাইছে আহমেদাবাদ দল
আল্লু অর্জুন এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন। এর আগেও একাধিক সিনেমায় নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছে তিনি। তবে পুষ্পা যেন সেসব ছাপিয়ে গিয়েছে। নিজেকে যেন নতুন করে ভেঙে ফের গড়েছেন আল্লু অর্জুন। পুষ্পা চরিত্রটি যেন তাঁর জন্যই তৈরি করা হয়েছিল। আর আল্লু অর্জুনের ভক্তদের মতো রবীন্দ্র জাদেজাও পুষ্পা সিনেমাটি দারুন পছন্দ করেছেন। সেটা তাঁর গত কয়েকদিনের কার্যকলাপ দেখলেই ভাল মতো বোঝা যাচ্ছে।
আল্লু অর্জুনের নিজস্ব কিছু স্টাইল রয়েছে। যেমন পুষ্পা সিনেমায় তাঁকে দেখা যাচ্ছিল, বাঁ-হাত দিয়ে দাড়িতে হাত বোলাতে। কিছুদিন আগে একটি রিল-এ পুষ্পার সেই স্টাইল নকল করেছিলেন জাদেজা। আর এবার তো তিনি একেবারে পুষ্পা সেজে বসলেন। জাদেজাকে দেখেও মনে হতে পারে, তিনি কোনও সিনেমার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।
আরও পড়ুন- স্টেডিয়ামের বাইরে রাখা কোটি টাকার গাড়িতে আছড়ে পড়ল ছক্কা, তারপর ভাইরাল ভিডিও
পুষ্পার মতোই দাঁড়ি। প্রায় একইরকম লুক। কাঁধটা একটু উঁচু। মুখে জ্বলন্ত বিড়ি। অবিকল আল্লু অর্জুনকে নকল করলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। তাঁকে দেখে ভিড়মি খেতে পারেন কিন্তু।