Viral Video: স্টেডিয়ামের বাইরে রাখা কোটি টাকার গাড়িতে আছড়ে পড়ল ছক্কা, তারপর ভাইরাল ভিডিও

Last Updated:

ক্রিকেটের (Cricket) এই ভিডিও মুহূর্তেই ভাইরাল ভিডিও (Viral Video)৷ জামাইকাতে ওয়েস্টইন্ডিজ বনাম আয়ারল্যান্ড প্রথম ম্যাচে এই দৃশ্য দেখা গেল৷

West Indies odean smith on odi debut hit car with powerful six watch Viral video- Photo Courtesy- Twitter/ Video Grab
West Indies odean smith on odi debut hit car with powerful six watch Viral video- Photo Courtesy- Twitter/ Video Grab
#জামাইকা: ‘নিজের দায়িত্বে গাড়ি পার্ক করুন৷’ এটা একটা সতর্কীকরণ৷ কিন্তু এরকম গাড়ি কখনও আঘাত পায় না৷ তবে কপাল যার পোড়ে সেই বোঝে সতর্কীকরণের কি মূল্য৷ ওয়েস্টইন্ডিজ বনাম আয়ারল্যান্ড ম্যাচে এমন ছক্কা মারলেন ওয়েস্টইন্ডিজের (West Indies) অভিষেক হওয়া ক্রিকেটার যে সেই লম্বা ছক্কা গিয়ে পড়ল স্টেডিয়ামের গায়ে পার্ক করে রাখা গাড়ির ওপর৷ ক্রিকেটের (Cricket) এই ভিডিও মুহূর্তেই ভাইরাল ভিডিও  (Viral Video)৷ জামাইকাতে ওয়েস্টইন্ডিজ বনাম আয়ারল্যান্ড প্রথম ম্যাচে এই দৃশ্য দেখা গেল৷
বাউন্ডারির বাইরে রাখা কোটি টাকার রেঞ্জ রোভারে লাগে সেই জোরালো সিক্সার৷ গাড়ির মালিক যতক্ষণ বুঝছেন কি হল ততক্ষণে গাড়ির গায়ে লেগে যায় জোরালো বলের দাগ৷ দেখে নিন ক্রিকেট ভিডিও (Cricket Video) বা ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে কি করে ওডিনের মারা শট সোজা স্টেডিয়ামের বাইরে বেরিয়ে গেছে৷ তারপর সেই বল নীল রঙের রেঞ্জ রোভারের মাথায় গিয়ে লাগে৷ কমেন্টেটররা স্মিথের এই শট দেখে হতবাক হয়ে যান৷ এই সময়ে ধারাভাষ্যকররা জানান এই গাড়িটি শেল্ডন কোটরেলের৷ কিন্তু গাড়ি যারই হোক ওডিন ছক্কায় গাড়ির গায়ে দাগ লেগে গেল৷
advertisement
ওডিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলছিললেন এবং ৯ নম্বর ওভারে ব্যাট করতে নামেন৷ তখন ম্যাচের ৪৭ ওভারের খেলা হচ্ছিল৷ এই অবস্থায় ওডিন কোনও বল নষ্ট না করে শট খেলতে থাকেন৷  ৪৮ ওভারের তৃতীয় বল উঠিয়ে মারেন তিনি৷ যা ছক্কা ছিল৷ এছাড়া পরপর বলে চার মারেন৷ এরপর ৪৯ ওভারে লাগাতার ২ বলে একট ছক্কা এবং একটি চার মারেন৷ তাঁর ৮ বলে ১৮ রান করে৷ ওয়েস্টইন্ডিজ ৮ বলে ১৮ রান ওয়েস্টইন্ডিজ ৪৮.৫ ওভারে ২৬৯ রান করে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: স্টেডিয়ামের বাইরে রাখা কোটি টাকার গাড়িতে আছড়ে পড়ল ছক্কা, তারপর ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement