তবে কপিল দেবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবীন্দ্র জাদেজা যেভাবে পাল্টা আক্রমণ শানালেন তা সত্যিই নজিরবিহীন। এক সাক্ষাৎকারে বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের আচার-আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক। কপিলের অভিযোগ, এখনকার ক্রিকেটাররা প্রচণ্ড অহঙ্কারী। কারও কথাই শুনতে চায় না। নিজেদের সবজান্তা ভাবে।
এই প্রসঙ্গে জাদেজাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার বলেন, ম্যাচ হারলেই প্রাক্তনদের মুখে এই ধরনের মন্তব্য শুনতে পাই। প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই রয়েছে। উনি (কপিল) ঠিক কী বলেছেন তা আমার জানা নেই। তবে ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের অহঙ্কারী বলে যে অভিযোগ করা হয়েছে, তা ডাহা মিথ্যা।
advertisement
আমরা প্রত্যেকেই খেলাটা উপভোগ করছি। ভাল পারফরম্যান্স মেলে ধরার চেষ্টায় থাকে সবাই। দেশের নাম উজ্জ্বলতর করাই থাকে লক্ষ্য। ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার তাই প্রশ্ন নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। তা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য তৈরি নয় টিম ইন্ডিয়া?
এই ব্যাপারে কোচের পাশেই দাঁড়িয়েছেন জাড্ডু। তাঁর কথায়, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার এটাই তো সেরা সুযোগ। আমরা নতুন কম্বিনেশন পরখ করে নেওয়ার চেষ্টা করছি। দলের ভারসাম্য এতেই বোঝা যাচ্ছে। শক্তি ও দুর্বলতা সম্পর্কে প্রত্যেকে আরও বেশি ওয়াকিবহাল হতে পারছি।
তবে এশিয়া কাপে কাদের খেলানো হবে, তা ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে। ক্যাপ্টেন ও কোচ তা জানে। তবে অনেকের কাছে কপিল দেব ভারতীয় ক্রিকেটারদের অহংকারী বলে কিছু ভুল করেনি। একই মন্তব্য করেছিলেন সুনীল গাভাসকার। কোচ রাহুল দ্রাবিড় কেন এখনও বিশ্বকাপের জন্য একটা প্রথম দল তৈরি করতে পারলেন না এই নিয়েও প্রচুর মানুষ প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।