ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা শুধু ব্যাট ও বলেই নন, মাঝে মাঝে ক্রিকেটের বাইরের ঘটনাতেও শিরোনামে চলে আসেন। ২০১৪ সালে এমনই একটি ঘটনা ঘটেছিল, যা আজও ক্রিকেটপ্রেমীদের আলোচনায় জায়গা করে নেয়। সেই বছর ইংল্যান্ডের প্রাক্তন মহিলা উইকেটকিপার সারা টেলরের সঙ্গে তাঁর এক ব্যতিক্রমী সোশ্যাল মিডিয়া কথোপকথন ভাইরাল হয়ে পড়ে।
ঘটনাটি ঘটে ২০১৪ সালের ৭ এপ্রিল রাতে। যখন পুরুষ ও মহিলা টি-২০ বিশ্বকাপ চলছিল। পুরুষদের দলে ভারত ফাইনালে উঠেছিল, এবং ইংল্যান্ড মহিলা দলও ফাইনালে পৌঁছেছিল। ঠিক সেই সময় রবীন্দ্র জাদেজা সারা টেলরকে একটি ব্যক্তিগত বার্তা পাঠান। যেহেতু তিনি সারাকে ফলো করতেন না, তাই মেসেজটি সবার সামনে চলে আসে।
advertisement
সারা টেলর উত্তরে একের পর এক বার্তা দিতে থাকেন এবং মাত্র দেড় ঘণ্টায় প্রায় এক ডজন টুইট করেন, সবকটিতেই জাদেজাকে ট্যাগ করা হয়। একবার লেখেন, “কাল রাতে তুমি আসবে…” আবার একটিতে উল্লেখ ছিল, “সকালে ১০টায় পুলে ।” এর ফলে ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে ওঠে।
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi : ভাঙল ৩৪ বছরের পুরনো নজির, ফের বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
যদিও এই ঘটনা নিয়ে কেউ সরাসরি কখনই কিছু স্বীকার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা ও জল্পনা-কল্পনায় মেতে ওঠেন। অনেকেই জাদেজার সাহসিকতার প্রশংসা করেন, আবার কেউ কেউ একে নিছক একটা ঘটনা বলেই মনে করেন।
সম্প্রতি আবার জাদেজা আলোচনায় আসেন ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট ম্যাচে তাঁর লড়াকু ইনিংসের জন্য। যদিও ভারত ম্যাচটি হেরে যায়, তবু তাঁর একার লড়াই মানুষের মন জয় করে নেয়। খেলায় যেমন পারদর্শি, তেমনই মাঠের বাইরেও তাঁর উপস্থিতি মাঝে মাঝে শিরোনাম তৈরি করে।