ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) আর অশ্বিন (R Ashwin) বোরিয়া মজুমদারের শো ব্যাকস্টেজে দেওয়া সাক্ষাৎকারে তাঁর স্ত্রী প্রীতি-র সেই অজানা গল্প শেয়ার করেছেন৷ কোয়ারেন্টাইনের কারণে কেমন করে অশ্বিনের স্ত্রী ডুকরে ডুকরে কেঁদে উঠেছিলেন৷ অশ্বিনের এই ঘটনার সঙ্গে যুক্ত গল্প সাক্ষাৎকারে তুলে ধরেছেন৷ তিনি বলেছেন, ‘‘ আমার স্ত্রী ভালো করে জানতেন জার্নি করা কতটা মুশকিল৷ উনি গত দশ বছর ধরে এটা করছেন৷ যখন আমরা ব্রিসবেন পৌঁছই তখন আমাদের হোটেলের একটা ঘরে বন্ধ করে দেওয়া হয়৷ বলা হয় আমরা বাইরে যেতে পারব না৷ দশ মিনিট পরে আমি কান্নার আওয়াজ শুনতে পাই৷ এটা আমার সন্তানদের কান্নার আওয়াজ ছিল না৷ আমি গিয়ে দেখি আমার স্ত্রী (Ashwin's wife) কাঁদছে৷ উনি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি৷ ’’
advertisement
আরও পড়ুন - Aus vs Eng: Ashes-র মধ্যে আরও খারাপ খবর, England শিবির Coronavirus হানায় জেরবার
কোয়েরেন্টাইনের কারণে স্ত্রী কাঁদছিলেন- অশ্বিন (Ashwin's wife Priti)
আরও পড়ুন - Bollywood Actress Beauty Tips: ঝকঝকে উজ্জ্বল ত্বকের রহস্য! বলিউড অভিনেত্রী ঘরোয়া টোটাকেই সারেন স্কিন কেয়ার
ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) অশ্বিন (Ravichandran Ashwin) আরও জানান, ‘‘যখন আমি স্ত্রী কে কান্নার কারণ জিজ্ঞাসা করি তো তিনি আমায় কারণও বলতে পারছিলেন না৷ তিনি বলেন আমি জানি না কি হচ্ছে৷ আমি আর হোটেলের ঘরে বেশিক্ষণ থাকতে পারব না৷ তুমি প্র্যাকটিশে যাচ্ছ খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছ আর আমায় এই ঘরেই বন্দি থাকতে হচ্ছে৷ এটা সত্যিই অমানবিক হচ্ছে৷ এভাবে আমি আর থাকতে পারব না৷’’