TRENDING:

‘‘এভাবে আমি আর থাকতে পারব না’’- ডুকরে ডুকরে কেঁদে বলছিলেন Ravichandran Ashwin-র স্ত্রী Priti

Last Updated:

একটি ক্রিকেট শো-তে অশ্বিন (Ravichandran Ashwin) এই বিষয়ে খোলসা করেছেন৷ অশ্বিনের স্ত্রী প্রীতি (Ashwin's wife Priti) সে সময়ে কি করেছেন সেটা জেনে সকলে আশ্চর্য হয়ে যাবে৷ একটি ক্রিকেট শো-তে অশ্বিন (Ravichandran Ashwin) এই বিষয়ে খোলসা করেছেন৷ অশ্বিনের স্ত্রী প্রীতি (Ashwin's wife Priti) সে সময়ে কি করেছেন সেটা জেনে সকলে আশ্চর্য হয়ে যাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  গত বছর ভারতীয় ক্রিকেট দল (Indian Cricketer) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাবা টেস্টে বড় জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল৷ যা ভারতীয় ক্রিকেট দলের ফ্যানরা বছর বছর ধরে মনে রাখবেন৷ এই ভারতীয় টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়ের মধ্যে অন্যতম৷ বিরাচ কোহলি, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং অশ্বিনের (Ravichanadran Ashwin) মতো ক্রিকেটাররা ছাড়া  অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে মাত দিয়েছে৷ এখন ৩২ বছর পরে কোনও দল গাবায় অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারায়৷ কোনও অভিজ্ঞতাহীণ দল অস্ট্রেলিয়ার গর্ব চুরমার করেছে৷ এই কাহিনী সব লোকে জানে৷ এই সময়ে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সঙ্গেও এমন কিছু হয়েছিল৷ যেটা অবশ্য কম লোক জানে৷ একটি ক্রিকেট শো-তে অশ্বিন (Ravichandran Ashwin) এই বিষয়ে খোলসা করেছেন৷ অশ্বিনের স্ত্রী প্রীতি (Ashwin's wife Priti) সে সময়ে কি করেছেন সেটা জেনে সকলে আশ্চর্য হয়ে যাবে৷
Ravichandran Ashwin wife priti broke down before last year's gabba test against australia
Ravichandran Ashwin wife priti broke down before last year's gabba test against australia
advertisement

ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) আর অশ্বিন (R Ashwin) বোরিয়া মজুমদারের শো ব্যাকস্টেজে দেওয়া সাক্ষাৎকারে তাঁর স্ত্রী প্রীতি-র সেই অজানা গল্প শেয়ার করেছেন৷ কোয়ারেন্টাইনের কারণে কেমন করে অশ্বিনের স্ত্রী ডুকরে ডুকরে কেঁদে উঠেছিলেন৷ অশ্বিনের এই ঘটনার সঙ্গে যুক্ত গল্প সাক্ষাৎকারে তুলে ধরেছেন৷ তিনি বলেছেন, ‘‘ আমার স্ত্রী ভালো করে জানতেন জার্নি করা কতটা মুশকিল৷ উনি গত দশ বছর ধরে এটা করছেন৷ যখন আমরা ব্রিসবেন পৌঁছই তখন আমাদের হোটেলের একটা ঘরে বন্ধ করে দেওয়া হয়৷ বলা হয় আমরা বাইরে যেতে পারব না৷ দশ মিনিট পরে আমি কান্নার আওয়াজ শুনতে পাই৷ এটা আমার সন্তানদের কান্নার আওয়াজ ছিল না৷ আমি গিয়ে দেখি আমার স্ত্রী (Ashwin's wife) কাঁদছে৷ উনি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি৷ ’’

advertisement

আরও পড়ুন - Aus vs Eng: Ashes-র মধ্যে আরও খারাপ খবর, England শিবির Coronavirus হানায় জেরবার

কোয়েরেন্টাইনের কারণে স্ত্রী কাঁদছিলেন- অশ্বিন (Ashwin's wife Priti)

আরও পড়ুন - Bollywood Actress Beauty Tips: ঝকঝকে উজ্জ্বল ত্বকের রহস্য! বলিউড অভিনেত্রী ঘরোয়া টোটাকেই সারেন স্কিন কেয়ার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) অশ্বিন (Ravichandran Ashwin)  আরও জানান, ‘‘যখন আমি স্ত্রী কে কান্নার কারণ জিজ্ঞাসা করি তো তিনি আমায় কারণও বলতে পারছিলেন না৷ তিনি বলেন আমি জানি না কি হচ্ছে৷ আমি আর হোটেলের ঘরে বেশিক্ষণ থাকতে পারব না৷ তুমি প্র্যাকটিশে যাচ্ছ খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছ আর আমায় এই ঘরেই বন্দি থাকতে হচ্ছে৷ এটা সত্যিই অমানবিক হচ্ছে৷ এভাবে আমি আর থাকতে পারব না৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘এভাবে আমি আর থাকতে পারব না’’- ডুকরে ডুকরে কেঁদে বলছিলেন Ravichandran Ashwin-র স্ত্রী Priti
Open in App
হোম
খবর
ফটো
লোকাল