বুধবার গণেশ চতুর্থীর দিনটিকেই অবসর ঘোষণার দিন হিসাবে বেছে নিয়েছিলেন অশ্বিন। তিনি লিখেছেন, ‘‘আজ বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরুও বটে। প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসাবে আমার অভিযান শুরু হচ্ছে।”
আরও পড়ুন– ১০৩ কেজির বিশাল লাড্ডু ! গণেশ চতুর্থীতে নজরকাড়া আয়োজন জলপাইগুড়িতে
advertisement
অশ্বিন এদিন আরও লেখেন, “এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে, সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করার জন্য অপেক্ষা করছি।”
আইপিএলে মোট ২২১টি ম্যাচে ১৮৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে রয়েছে ৮৩৩ রান। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
এক দশক পরে গত বছরই সিএসকে-তে ফিরেছিলেন অশ্বিন। নিলামে তাঁকে ৯.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই। তবে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাননি। ৯ ম্যাচে মাত্র ৭ উইকেট পেয়েছিলেন।